“ভবানীপুর ক্লাবের অধিনায়কত্বের দায়িত্ব উপভোগ করছি বরাবর”- সন্দীপন দাস


ভবানীপুর ক্লাবের কোচ আব্দুল মোনায়েম মনে করেন সন্দীপন দাস ভবানীপুর ক্লাবের সর্বাধিক সফল অধিনায়ক। তিনি সন্দীপনকে “দ্য জেন্টলম্যান ক্রিকেটার” বলে এসেছেন একাধিকবার। সন্দীপনের অধিনায়কত্বে তিনবার লিগ জিতেছে ভবানীপুর এবং তা পরপর।
এইবারও ভবানীপুর অধিনায়ক সন্দীপন। কি ভাবছেন তিননি দল নিয়ে? ব্যক্তিগত নেট প্র্যাক্টিসের পরে সেই নিয়েই কথা বললেন সন্দীপন।


প্রশ্ন:- ভবানীপুর দল কতটা ভালো হয়েছে এবার??
সন্দীপন:- আমাদের যেরকম টিম লাস্ট তিন বছর যেরকম খেলেছে, লিগ বা সাদা বলে সবাই নিজের ১০০% দিয়েছে। দুইবছরে তিনটে ট্রফি পেয়েছি। এটা হওয়ার সবচেয়ে বড়ো কারণ আমাদের ড্রেসিংরুম খুব ভালো। সবাই আমরা প্রায় ব্যাচমেট। সুতরাং নিজেদের ভুলটা যেমন বলছি, অন্যরাও তাই করছে এটা খুব সাহায্য করে।
প্রশ্ন:- এই বছর ব্যাটিং লাইনআপে পরিবর্তন এসেছে। বিবেক সিং, ঋত্বিক চ্যাটার্জী এসেছে। কতটা ভালো পরিবর্তন হয়েছে?
সন্দীপন:- অবশ্যই। ঋত্বিক, বিবেক কলকাতা ময়দানে বড়ো নাম। ঋত্বিক আইপিএল খেলছে, বিবেকও আইপিএল মেটেরিয়াল, ভালোভাবে বোর্ড ম্যাচ খেলছে। তারা যখন ক্লাব ক্রিকেট খেলতে আসবে তখন এটা আমাদের জন্য বোনাস।
প্রশ্ন:- অভিষেক দাস, বিবেক সিং ওপেনার, তারপরে তুমি, অভিষেক রমণ, ঋত্বিক চ্যাটার্জী- ভবানীপুরকে জে. সি মুখার্জী ট্রফির অন্যতম ফেভারিট ধরবে?
সন্দীপন’- ধরা যেতে পারে। তবে ক্রিকেট একটা অনিশ্চিত খেলা। আমরা ফেভারিট হয়ে নামবো কারণ আমরা ভালো ক্রিকেট খেলছি। বিবেক, ঋত্বিকের মতো ভালো টিটোয়েন্টি খেলোয়াড় আসায় একটা প্লাসপয়েন্ট হয়েছে।
প্রশ্ন:- লাল বলে বোলিংয়ে অলোক প্রতাপ সিং না থাকা কতটা অসুবিধা হবে?
সন্দীপন:- অলোক ভালো বোলার, সে না থাকা সব টিমের জন্যই মাইনাস পয়েন্ট। আমাদের বিশ্বজিৎ মিশ্র আছে, রবিকান্ত সিং কামব্যাক করছে ভালোভাবে এছাড়া দুর্গেশ দুবে আছে। এছাড়া প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, বলকেশ যাদব আছে। বোলিং আমাদের এবার ভালোই।
প্রশ্ন:- কৌশিক ঘোষ, অভিষেক দাস, অভিষেক রমণ- ভবানীপুর টপ অর্ডার কি সবার থেকে এগিয়ে?
সন্দীপন:- আগেরবার অভিষেক রমণ যেমন ব্যাট করেছিল রেড বলে, কৌশিক ঘোষ পুরো মরশুম ভালো ব্যাট করেছে। আমাদের টপ অর্ডার খুব ভালো খেলেছে। কিছু সময় তাড়াতাড়ি আউট হলেও আমরা সামলে নিয়েছি। আব্দুলদা ব্যাটিং অর্ডার খুব বদলায় না, এটা খুব সাহায্য করে। একটা ব্যাটিং অর্ডার একরকম থাকলে খুব ভালো হয়।


প্রশ্ন:- আগের সিজনে তুমি অনেক উঁচু-নীচু দিয়ে গিয়েছ। অনেক বেশিই যেন ব্যর্থতা এসেছে। কি বলবে?
সন্দীপন:- একজন ক্রিকেটারের যেমন ভালো সময় যায়, তেমনই খারাপ সময় যায়। এটা থাকবেই। আগেরবার আমার যেটা ভালো ছিল, সেটা ভালো ম্যাচে ছিল। লিগের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল বা সাদা বলের নকআউটে ভালো খেলেছি। যেটা খারাপ ছিল সেটা হয়তো খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিলনা। সেটাও যাতে না হয় এবার আমি তাই চেষ্টা করবো। আমার ধারাবাহিকতা যাতে বাড়ে সেই চেষ্টাতেই আছি।
প্রশ্ন:- ভবানীপুর ক্যাপ্টেন হিসেবে এই দায়িত্বের সবচেয়ে চ্যালেঞ্জিং দিক কি বলবে?
সন্দীপন:- চ্যালেঞ্জিং কিছু নেই কারণ ড্রেসিংরুমের মাহল খুব ভালো। অধিনায়কত্বের কোনো অসুবিধে হয়না। একটা বছর যাওয়া মানে অভিজ্ঞতা বাড়া এবং দলও অভিজ্ঞ হয়ে যায়। ভাল-খারাপ সবই আছে। আমি এই অধিনায়কত্বের দায়িত্ব খুব উপভোগ করছি।