উমরান মালিকের বলে বোল্ড মোস্তাফিজ। ৩৪তম ওভারের শেষ বলে ১৮২ রানেই থামল বাংলাদেশ।
ধবলধোলাইয়ের লক্ষ্যে চট্টগ্রামে এসে হারতে হল ২২৭ রানের বড় ব্যবধানে। রানের হিসেবে বাংলাদেশের এর চেয়ে বড় ব্যবধানে হার আছে মাত্র একটি। ২০০০ সালে পাকিস্তানের ২৩৩ রানে হেরেছিল তারা। কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ভারতের এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়।
৪০৯ রানের লক্ষ্য, বাংলাদেশ চাপে ছিল প্রথম ইনিংস শেষেই। সেটিই সামলাতে পারেনি তারা। ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেটে ২০০ রানের আগেভাগেই থেমে যাওয়া ধাক্কা দিতে পারে ব্যাটিংয়ের আত্মবিশ্বাসে। এ সিরিজে মিরাজ ছাড়া ব্যাটিংয়ে বিবর্ণ ছিলেন কমবেশি সবাই, আজও থাকলেন। অন্যদিকে প্রাপ্তি দিয়েই শেষ হলো ভারতের সিরিজ।
২০১৫ সালে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর শেষ ম্যাচটি হেরেছিল বাংলাদেশ। এবারও হলো তেমনই। ২-১ ব্যবধানে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।