টানটান উত্তেজনার ম্যাচে অজিদের হারিয়ে সমতায় ফিরল ভারত


নাগপুরে শুক্রবার সারা দিনে বৃষ্টি হয়নি, তবে মাঠ ভেজা থাকায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ শুরু হয়েছে আড়াই ঘণ্টা দেরিতে। কুড়ি ওভারে ম্যাচ গড়ায় নি। ৮ ওভারে নেমে আসা এই ম্যাচ দিয়ে দুই মাস পর মাঠে ফিরেছেন জসপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে এদিন ৩ ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল ভারত। রোহিত শর্মার ২০ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৯১ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতেই টপকে যায় ভারত। এ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রাপ্তি বলতে ম্যাথু ওয়েডের দুর্দান্ত ইনিংস আর অ্যাডাম জাম্পার অসাধারণ বোলিং।

বুমরার ফেরার ম্যাচে টসে জিতে বোলিং নেন রোহিত শর্মা। বুমরাকে না দিয়ে নতুন বল তুলে দেন হার্দিক পান্ডিয়ার হাতে। প্রথম ওভারে আসে ১০ রান। গত ম্যাচে দারুণ ইনিংস খেলা ক্যামেরন গ্রিন ইনিংসের দ্বিতীয় ওভারেই কোহলির দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট। ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে অক্ষর প্যাটেলের বলে প্রথম বলেই বোল্ড তিনি। টিকতে পারেননি টিম ডেভিডও, তাঁকেও ফেরান অক্ষর প্যাটেল।

১৫ বলে ৩১ রান করে বুমরার বলে ফেরেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের ফেরার পর লড়াই করার মতো পুঁজি অস্ট্রেলিয়া পাবে কি না, এই নিয়ে সংশয় ছিল। তবে ওয়েডের ২০ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে লড়াই করার মতো পুঁজি দেয়। ৮ ওভারে অস্ট্রেলিয়া করে ৯০ রান। ভারতের হয়ে ১৩ রানে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জশ হ্যাজলউডের ওপর চড়াও হন রোহিত ও লোকেশ রাহুল। প্রথম ওভারেই তুলে নেন ২০ রান। প্যাট কামিন্সের দ্বিতীয় ওভারে আসে ১০ রান। ইনিংসের তৃতীয় ওভারেই ফিঞ্চ বল দেন অ্যাডাম জ্যাম্পার হাতে। জ্যাম্পা অধিনায়ককে হতাশ করেননি। রাহুলকে ফেরান এ লেগ স্পিনার।

তবে জাম্পার আসল ঝলক তখনও বাকি ছিল। ইনিংসের পঞ্চম ওভারে এসে পরপর দুই বলে তুলে নেন বিরাট কোহলি আর সূর্যকুমার যাদবকে। কোহলি আউট হন ৬ বলে ১১ রান করে। সূর্যকুমার রানের খাতাই খুলতে পারেননি। পান্ডিয়াও সুবিধা করতে পারেননি, আউট হন ৯ বলে ৯ রান করে। তবে রোহিত অপরাজিত থেকে ম্যাচ শেষ করে প্যাভিলিয়নে ফেরেন। দিনেশ কার্তিক করেন ২ বলে ১০ রান।
২৫ সেপ্টেম্বর হায়দারাবাদে হবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ।