ভারত ইনিংস ঘোষণা করবে, বোঝা যাচ্ছিল সেটি। প্রশ্ন ছিল, সে ঘোষণা আসবে কখন। শুবমান গিল সেঞ্চুরি পেয়েছিলেন আগেই, অপেক্ষা ছিল চেতেশ্বর পূজারার সেঞ্চুরির। সেটি হয়ে যাওয়ার পরই ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত, ততক্ষণে অবশ্য শেষ ঘণ্টার খেলা শুরু হয়ে গেছে।
৫১৩ রানের প্রায় অসম্ভব লক্ষ্যের সামনে দাঁড়িয়ে দিন শেষে বাংলাদেশের প্রাপ্তি দুই ওপেনার নাজমুল হোসেন ও জাকির হাসানের ইতিবাচক ব্যাটিং। ১২ ওভারে ৪২ রান তুলে অবিচ্ছিন্ন তাঁরা। নাজমুল অপরাজিত ২৫ রানে, জাকিরের রান ১৭। দুজনই মেরেছেন তিনটি করে চার। তাতে অবশ্য এ টেস্টে বাংলাদেশের অবস্থানটা খুব একটা দৃঢ় হচ্ছে না।
নিজেদের ইতিহাসের ২১৫ রানের বেশি তাড়া করে কখনোই টেস্ট জেতেনি বাংলাদেশ। ড্র করা ম্যাচে চতুর্থ ইনিংসে তারা সর্বোচ্চ ব্যাটিং করেছে ১৪২ ওভার। এ টেস্ট বাঁচাতে বাংলাদেশকে এখনো খেলতে হবে অন্তত ১৮০ ওভার। আর জিততে হলে প্রয়োজন এখনো ৪৭২ রান।
সুতরাং এই টেস্ট বাংলাদেশ কে জিততে হলে রেকর্ড গড়ে জিততে হবে। আর এটা যে অসম্ভব তা বলা যেতেই পারে।