আগামী ২৮শে আগস্ট এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের প্রথম ব্যাচের টিকিট শেষ হয়ে গেল মাত্র আড়াই ঘন্টায়।
শনিবার এসিসির তরফে জানানো হয় যে সোমবার থেকে এশিয়া কাপের টিকিট পাওয়া যাবে ইউএই-র একটি জনপ্রিয় টিকেটিং ওয়েবসাইট থেকে। সেই অনুযায়ী উৎসাহী মানুষ সোমবার ভোর সাড়ে চারটে থেকে নির্দিষ্ট সাইটে লগইন করার জন্য চেষ্টা করেন। প্রচুর চাহিদা থাকায় সাইটটি কিউ পদ্ধতিতে উৎসাহীদের অপেক্ষায় রাখে। শেষ পর্যন্ত স্থানীয় সময় সন্ধ্যে ৬টার সময়ে টিকিট বিক্রি শুরু হয়ে এবং সূত্রের খবর অনুযায়ী মাত্র আড়াই ঘন্টায় প্রথম ব্যাচের টিকিট শেষ হয়ে যায়। সাইটটির তরফে রাতের দিকে জানানো হয় যে সামান্য কিছু বিশেষ সুবিধে যুক্ত টিকিট পড়ে আছে যার মূল্য ২৫০০দিরহাম বা প্রায় ৫৫০০০টাকা।
তবে এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয় ভারত পাকিস্তান সমর্থকদের মধ্যে। কারণ এসিসি বা স্থানীয় ক্রিকেট সংস্থা, কারও পক্ষ থেকেই টিকিট বিক্রির বিষয়ে আগে থেকে কোন সুনির্দিষ্ট সময় জানানো হয়নি। শনিবার রাতে এসিসি টিকিট বিক্রির বিষয়ে জানালেও তাতে কোন সময়ে উল্লেখ ছিল না। ফলে অনেকেই সোমবার সকাল থেকে চেষ্টা করতে থাকেন টিকিটের জন্য এবং অবশেষে তাঁদের হতাশ হতে হয়।