কয়েকদিন আগে দ্য হান্ড্রেডের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করার নজির গড়েছিলেন উইল স্মিড। এবার তাঁকে টপকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন উইল জ্যাকস। ২৩ বছরের এই ব্রিটিশ তারকা বলা যেতে পারে একার হাতেই ম্যাচ জেতালেন ওভাল ইনভিন্সিবলসকে।
রবিবার দ্য ওভালে মুখোমুখি হয়েছিল ইনভিন্সিবলস ও সাদার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সাদার্ন ব্রেভ। তারা নির্ধারিত ১০০ বলে ৬ উইকেটের করে ১৩৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৮২ বলে ৩ উইকেটের বিনিময়ে ১৪২ রান তুলে ম্যাচ জিতে যায় ওভাল ইনভিন্সিবলস। ১০টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। তিনি ২৭ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান। সেঞ্চুরি করেন মাত্র ৪৭ বলে। জ্যাকসের ১০৮ রানের ইনিংসটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড দ্য হান্ড্রেড টুর্নামেন্টে। তিনি টপকে যান উইল স্মিডের ১০১ রানের ইনিংসকে।
১৮ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ওভাল। ম্যাচের সেরা হয়েছেন উইল জ্যাকসই।