কে হলেন আফগানিস্তান দলের নতুন হেডস্যার?

আফগানিস্তান দলে এবার আসতে চলেছে রদবদল। এর আগে আফগানিস্তান দলের কোচ ছিলেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার ল্যান্স ক্লুসেনার। তিনি নভেম্বরে টিটোয়েন্টি বিশ্বকাপের পরে দায়িত্ব ছাড়ার পর সাময়িক অন্তর্বর্তী কোচ হয়ে আসেন অজি ক্রিকেটার স্টুয়ার্ট ল। সেই স্টুয়ার্ট ল দায়িত্ব ছাড়ায় কোচ নিযুক্তির পদ্ধতি শুরু করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

সেই নিযুক্তির ধাপ পেরিয়ে এবং ইন্টারভিউ পর্বের শেষে প্রাক্তন ইংরেজ ক্রিকেটার গ্রাহাম থর্পকে কোচ হিসেবে ঘোষণা করে এসিবি (আফগানিস্তান ক্রিকেট বোর্ড)।

ইংল্যান্ড দলের হয়ে ১৯৯৩-২০০৫ অবধি সময়ে ১০০টি টেস্ট (এং ৮২টি ওডিআই) খেলা বাঁ-হাতি ব্যাটার থর্প এর আগে ইংল্যান্ড দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। তাঁকে মূলত কাজ করতে হয়েছে হেড-কোচ ক্রিস সিলভারউডের অধীনে। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জঘন্য পারফরমেন্সের পরে চাকরি যায় তাঁর।

নিজেদের স্টেটমেন্টে আফগানিস্তান বোর্ডের সূত্র বলেছেন: “এসিবি নিযুক্তির পদ্ধতি শুরু করেছিল এবং মনোনীতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে গ্রাহাম থর্পকেই প্রধান কোচ হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”