ইতিহাস গড়লেন হ্যারি টেক্টর

প্রথম আইরিশ ব্যাটসম্যান হিসেবে আই সি সি এর ওডিআই র্যাঙ্কিং এ প্রথম দশে জায়গা করে নিলেন হ্যারি টেক্টর।সদ্য প্রকাশিত র্যাঙ্কিং এর তালিকায় দেখা যাচ্ছে মোট ৭২২ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে আছেন আয়ারল্যান্ডের ২৩ বছর বয়সী এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে মোট ২০৬ রান করে তিনি‌ই সিরিজে আইরিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক।চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার অনবদ্য ১৪০ রানের ইনিংস ক্রিকেট বিশেষজ্ঞদের প্রসংশা কুড়িয়েছে।এই সিরিজে চমকপ্রদ সাফল্যের কারণে ৭২ পয়েন্ট যোগ হয়েছে তার রেটিং এ। আগামী জুন জুলাই মাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ড খেললে তিনি অবশ্য নিজের র্যাঙ্কিং আরও উন্নত করার সুযোগ পাবেন।এর আগে দু হাজার একুশের জুন মাসে পল স্টার্লিং মোট ৬৯৭ রেটিং পয়েন্ট পেয়েছিলেন।এযাবৎ সেটাই ছিল কোন আইরিশ ব্যাটসম্যানের সর্বোচ্চ পয়েন্ট।হ্যারি সেই রেকর্ড ভেঙে দেওয়ায় খুশি তার অধিনায়ক।অ্যান্ডি বালবির্নির মতে সর্বকালের সেরা আইরিশ ব্যাটসম্যান হ‌ওয়ার যোগ্যতা হ্যারির আছে এবং তিনি আশাবাদী অদূর ভবিষ্যতে হ্যারি নিজের প্রতিভার প্রতি আরও সুবিচার করবেন।

an

এদিকে ওডিআই র্যাঙ্কিং এ হ্যারি টেক্টর এর অবিশ্বাস্য উত্তরণের পরিনতিতে অবনমন ঘটল বিরাট কোহলির। তিনি ৭১৯ পয়েন্ট পেয়ে আপাতত অষ্টম স্থানে আছেন।তার চেয়ে দুই ধাপ পেছনে ভারত অধিনায়ক রোহিত শর্মা। তালিকায় শীর্ষস্থানে বহাল রয়েছেন পাকিস্তানের বাবর আজম।তার প্রাপ্ত পয়েন্ট ৮৮৬ ।