রেকর্ড মূল্যে আইপিএলের সম্প্রচার স্বত্ব পাওয়ার দিনেই সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআইয়ের নজিরবিহীন পদক্ষেপ। সোমবার প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ারদের মাসিক পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নিল বিসিসিআই। আর এই সিদ্ধান্তের ফলে উপকৃত হতে যাচ্ছেন প্রায় ৯০০ জন। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের জন্য অন্তত ৭৫ শতাংশ পেনশনভোগীর মাসিক পেনশনের পরিমাণ বেড়ে যাবে একশো শতাংশ।
বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে এবার থেকে প্রতিমাসে প্রাক্তন আম্পায়ারদের পাশাপাশি পুরুষ ও মহিলা প্রাক্তন ক্রিকেটাররা বর্ধিত হারে পেনশন পাবেন।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেছেন, “প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়াররা যাতে ভালোভাবে থাকেন তা অবশ্যই দেখা উচিত বিসিসিআইয়ের। প্লেয়াররাই আমাদের লাইফলাইন। সুতরাং তাঁদের অবসরের পর তাঁদের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের আম্পায়াররা কিন্তু খেলার মেরুদন্ড। একটা খেলার পিছনে তাঁদের ভূমিকা যে অনেকখানি থাকে তা আমরা কখনই মনে রাখি না। সব সময়ই তাঁরা নেপথ্যে থেকে যান। তাঁদের অবদানকে কিন্তু বিসিসিআই সবসময়ই গুরুত্ব সহকারে মর্যাদা দিয়ে এসেছে।”
বিসিসিআই সচিব জয় শাহ বিসিসিআই প্রেসিডেন্টের সুরেই বলেছেন, লক্ষ্মী লাভের দিনে প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার ও অফিশিয়ালদের ভুলে যাননি তাঁরা। “প্রাক্তন ক্রিকেটাররা যাতে ভালো থাকেন সেদিকে লক্ষ্য রেখেই আমরা মাসিক পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের আম্পায়াররা যেভাবে বছরের পর বছর ভারতীয় ক্রিকেটের সেবা করে এসেছেন তাঁদের সেই অবদানকেও বিসিসিআই মর্যাদা দেয়।”
বোর্ডের কোষাধ্যক্ষ অরুন সিং ধুমলের মতে, বিসিসিআইয়ের এই বাড়বাড়ন্ত তা কিন্তু আমাদের প্রাক্তন ক্রিকেটার ও আম্পায়ারদের অবদানের জন্যই। সুতরাং তাঁরা যাতে ভালো থাকেন সেদিকে লক্ষ্য রেখেই বিসিসিআইয়ের এই পদক্ষেপ।