আজ সকালে বেলভিউ নার্সিংহোমে ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলার প্রাক্তন প্রতিভাবান ব্যাটার রাজা মুখার্জী।
ষাটের দশকে স্কুল দলের হয়ে তিনি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পান। এমনকি অস্ট্রেলিয়া সফরে জন্য তিনি ভারতীয় স্কুল দলের অধিনায়ক হিসেবেও নির্বাচিত হন। সেখানে তাঁর পারফরম্যান্স ডন ব্র্যাডম্যানকেও খুশি করেছিল।
এরপর বাংলার হয়ে রনজি খেলা শুরু করেন তিনি। পরবর্তীতে রেলের হয়েও তিনি রনজি খেলেন। যদিও শেষ পর্বে আবার বাংলায় ফিরে আসেন। ৩৪টি প্রথম শ্রেণীর খেলায় ১৫২৬ রান আছে তাঁর। ১৯৭৮ সালে শেষবার রনজি খেললেও তারপর আটের দশকের মাঝামাঝি অবধি তিনি কলকাতায় ক্লাব ক্রিকেট খেলেন।
স্বাভাবিক ভাবেই সকাল থেকে শোকের ছায়া নেমে আসে বাংলার ক্রিকেট মহলে।