ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট শেষ হতে পুরো তিনদিনও লাগল না। দুই দিনের সামান্য বেশি সময়েই সিরিজ নির্ণায়ক টেস্ট ৯ উইকেটে জিতে নিল বেন স্টোকসের দল। প্রথম দিন বৃষ্টিতে খেলা শুরুই হয়নি। রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর টেস্টের দ্বিতীয় দিনেও কোনও খেলা হয়নি। তবে টেস্টটি বাতিল করা হয়নি। ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলে বাকি তিন দিন খেলা চালানোর সিদ্ধান্ত হয়েছিল।
তিন দিনও গেল না. আড়াই দিনের বাজিমাত করলো ইংল্যান্ড, সেই সঙ্গে সিরিজ জয়ও। টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের জয় নিশ্চিত হতে লাগল ৫.৩ ওভার, সময়ের হিসেবে ২৮ মিনিট। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১১৮ রানের জবাবে ইংল্যান্ড অল আউট হয়ে গিয়েছিল ১৫৮ রানে। এরপর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৫৬.২ ওভারে মাত্র ১৬৯ রানে। পঞ্চম দিনে করা ছিল এক উইকেটে ৯৭। শেষ দিনে আধ ঘণ্টার মধ্যেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড মাত্র একটি উইকেট হারিয়ে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাডা প্লেয়ার অব দ্য সিরিজ হয়েও দক্ষিণ আফ্রিকাকে রক্ষা করতে পারলেন না।
অথচ লর্ডসে প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১২ রানে জিতে দক্ষিণ আফ্রিকা সিরিজটা কিন্তু দারুণ শুরু করেছিল। বেন স্টোকসের দলকে লজ্জায় ফেলে দিয়েছিল তারা। কিন্তু কথায় আছে যা শেষ ভালো তো সব ভালো, সেটাই করে দেখালো ইংল্যান্ড। ইংল্যান্ডও প্রতিশোধ নিল ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টটি ইনিংস ও ৮৫ রানে জিতে। দুর্দান্ত কাম-ব্যাকে সিরিজে সমতায় ফেরে তারা। তারপর তৃতীয় টেস্ট প্রায় আড়াই দিনের জয়।
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামী বছর লর্ডসে হবে। যদিও তাতে খেলার কোনও সম্ভাবনা ইংল্যান্ডের নেই। তাদের সাফল্যের হার ৩৮.৬ শতাংশ, পয়েন্ট তালিকায় স্টোকসরা রয়েছেন সাতে। তবে ইংল্যান্ডের এই সিরিজ জয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হলো ভারতের। শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সাফল্যের হার ৭০ শতাংশ। দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থানে থাকলেও সাফল্যের হার কমে এসে দাঁড়াল ৬০ শতাংশ।
এক্ষেত্রে অ্যাডভান্টেজ পেয়ে গেল ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার তিনে রয়েছে শ্রীলঙ্কা, যদিও ক্রীড়াসূচি অনুযায়ী শ্রীলঙ্কাকে টপকাতে ভারতকে তেমন সমস্যায় পড়তে হবে বলে মনে হয় না। কারণ শ্রীলঙ্কার সাফল্যের হার ৫৩.৩৩ শতাংশ, ভারতের ৫২.০৮ শতাংশ। নিউজিল্যান্ড সফরে আগামী মার্চে শ্রীলঙ্কার দুই টেস্টের সিরিজ রয়েছে। যদিও তার আগে ভারত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। দক্ষিণ আফ্রিকাকে যেতে হবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে। ফলে এই সিরিজ এবং ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজই নির্ধারণ করে দিতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কারা খেলবে। সেক্ষেত্রে এই সিরিজ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিম ইন্ডিয়া অ্যাডভান্টেজ পেল এটা বলাই যায়।