সিএবি প্রথম ডিভিশন লিগের গ্রুপ স্তরের খেলা শেষ। এবারে ফলস্বরূপ কোনও দল যেমন এবার খেলবে চ্যাম্পিয়নশিপের জন্য তেমনই আটটি দল এইবার খেলবে নিজের অবনমন বাঁচানোর জন্য।
বর্তমানে সিএবির লাল-বলের ক্রিকেটে সেই আটটি দল হলো ভূকৈলাশ স্পোর্টিং, স্পোর্টিং ইউনাইটেড, বেলগাছিয়া ইউনাইটেড, কলিকাতা পোর্ট ট্রাস্ট, ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব, নেতাজি সুভাষ ইনস্টিটিউট, বি.এন.আর ক্লাব এবং টালিগঞ্জ অগ্রগামী ক্লাব।
প্রসঙ্গত আজকের চারটের মধ্যে তিনটি ম্যাচেই ৩০০-র বেশী রান তুলেছে প্রথমে ব্যাট করা দল। পোর্ট দলের বিরুদ্ধে বেলগাছিয়া ইউনাইটেড ক্লাব নিজেদের নির্ধারিত ৮৫ ওভার শেষে সায়ন মুখার্জীর দুরন্ত ১৫৯ রানের ইনিংসে নির্ভর করে তুলেছে ৩৯৬ রান। পোর্ট দলের হয়ে গণপৎ শর্মা নিয়েছেন ৬টি উইকেট। জবাবে পোর্ট দিনের শেষে তুলেছে কোনও উইকেট না হারিয়ে তুলেছে ৮ রান।
স্পোর্টিং ইউনিয়ন দলকে বেশ কম রানে আটকে রাখতে পেরেছে ভূকৈলাশ স্পোর্টিং। দিলশাদ খান চার উইকেট নেওয়ায় এবং জনৈক মিত্র ৩ উইকেট নেওয়ায় ২৪২ রানে স্পোর্টিং শেষ হয়ে যায় এবং ব্যাট করতে নেমে আজই ৭৭ রান বোর্ডে তুলে অ্যাডভান্টেজ নিয়েছে ভূকৈলাশ।
বি.এন.আর ক্লাব ওপেনার সৌম্যব্রত নাথ ১৪৫ রানের ঝকঝকে ইনিংস খেলায় বি.এন.আর টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ৩৩২ রান তুলতে পেরেছে। টালিগঞ্জ দলের হয়ে পাঁচ উইকেট নেন অভিষেক কৃষ্ণ শ্রীবাস্তব।
নেতাজি সুভাষ ইনস্টিটিউট দলের হয়ে আজ ডালহৌসি দলের বিরুদ্ধে ৬টি উইকেট নেন দীপাঞ্জন মুখার্জী। ওপেনার শেখ সরফরাজ হোসেন ১১৩ রান করায় ৩৪২ রানের শক্ত লক্ষ্য নেতাজি দলের সামনে রাখতে পেরেছে ডালহৌসি।
তীব্র গ্রীষ্মের দাবদাহে এখন লিগ খেলা কতটা চ্যালেঞ্জিং হয়েছে? দীপাঞ্জন মুখার্জী অবশ্য গরমকে পাত্তা দিতে নারাজ। তার কথায় “গরমে চ্যালেঞ্জ ছিলো প্রচুর কারণ আজ আর্দ্রতা বেশি ছিলো। কিন্তু রেলিগেশন ম্যাচের চাপ আলাদা। এসব ম্যাচ জিততে গেলে চ্যালেঞ্জ নিতেই হবে।”
আপাতত অবনমনের চ্যালেঞ্জ এবং তীব্র আবহাওয়ার চ্যালেঞ্জ – সব নিয়েই কাল ফয়সালার লড়াইয়ে নামবে আটটি দল।