বড় বদল আসতে চলেছে সিএবিতে


গত ১৮ই অক্টোবর, বিসিসিআইতে তাকে সরিয়ে নব্যনিযুক্ত প্রেসিডেন্ট হয়েছেন রজার বিনি। বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার পরে সৌরভ গাঙ্গুলী জানিয়েছিলেন যে তিনি সিএবি প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন এবার।
কিন্তু গতকাল অবধি যা খবর তা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর, সিএবির বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন সৌরভ গাঙ্গুলীর দাদা, বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলী।


মিডিয়াতে সৌরভ জানিয়েছেন “আমি বলেছিলাম আমি ভোটে দাঁড়াবো যদি নির্বাচন হয় তবেই।” প্রসঙ্গত গতকাল সিএবিতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সৌরভ আরো জানিয়েছেন “এক্ষেত্রে আমি নির্বাচিত হলে কোনোরকম নির্বাচন ছাড়াই হতাম, কিন্তু এটা ঠিক নয়। এর জন্য অন্যরা কাজ করার সুযোগ পেতেন না।”
আপাতত সিএবিতে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে যে মনোনয়ন জমা পড়েছে তাতে সভাপতি হিসেবে স্নেহাশিস গাঙ্গুলী, সহসভাপতি হিসেবে অমলেন্দু বিশ্বাস, সচিব পদে নরেশ ওঝা এবং সহসচিব হিসেবে দ্বিতীয়বার থাকছেন দেবব্রত দাস। কোষাধক্ষ্য হিসেবে থাকছেন প্রবীর চক্রবর্তী।
স্নেহাশিস জানিয়েছেন বাংলা ক্রিকেটের উন্নতিই একমাত্র লক্ষ্য তার। তিনি আরো জানিয়েছেন যে ইডেন ইতিমধ্যেই ২০২৩ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইডেনের আলোরে ক্ষেত্রে বর্তমানে এল. ই. ডি আলো ব্যবহার করা হচ্ছে যা অত্যাধুনিক ডি. এম. এক্স টেকনোলজি দ্বারা পরিচালিত। এছাড়াও ক্লাবহাউসকে নতুন করে রূপ দেওয়াও পরিকল্পনার মধ্যে আছে সিএবির।