রবিকান্তের দাপটে বেলাইন শ্যামবাজার। অ্যাডভান্টেজ ভবানীপুর।


আজ থেকে শুরু হয়ে গেল সিএবির সুপার লিগ। সুপার লিগের প্রথম রাউন্ডে কল্যাণী মাঠে মুখোমুখি হয়েছিল শ্যামবাজার ও ভবানীপুর দল।


শুরুতেই সবুজ উইকেটে রবিকান্ত সিংয়ের সামনে ভেঙে পড়ে শ্যামবাজার দল। উল্টোদিকে সুবোধ ভাটি যখন কিছুটা বেরঙিন, তখন একের পর একটা উইকেট তুলে শ্যামবাজার ব্যাটিংকে ধ্বংস করলেন রবিকান্ত সিং।
দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বিনায়কান নায়ারের স্ট্যাম্প উড়িয়ে দিন শুরু করেন রবিকান্ত। এরপর অর্পণ দে, অগ্নিভ মুখোপাধ্যায় সবাইকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রবি। অর্পণ মাত্র ৪ রান করে উইকেটরক্ষক অমিত সাঁতরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান, অগ্নিভ ভবানীপুর অধিনায়ক সন্দীপন দাসের হাতে ক্যাচ দেন। এরপর রবিকান্তের দুই শিকার হন বিশাল সিং(৩)এবং তৌফিক্কুদিন(১০)। এর ঠিক পরেই অয়ন গুপ্তকে সম্পূর্ণ পরাস্ত করেন রবিকান্ত। লাঞ্চের সময় শ্যামবাজার ৬১ রানে যে ৬টি উইকেট খুইয়ে বসে তার সবগুলিই ছিল রবিকান্তের।
লাঞ্চের পরে সূর্য গৌর না দাঁড়িয়ে গেলে বেশ চাপে পড়তো শ্যামবাজার। ৭৫ বলে ৬৮ রান করে দলকে কিছুটা স্থায়িত্ব দেন।
এরপর বলকেশ যাদব এবং আমির গনি একটি করে উইকেট তোলেন এবং রবিকান্ত তোলেন ১টি। ফলত শ্যামবাজার ইনিংস শেষ হয় ১৪৪ রানে।
বর্তমানে অমিত সাঁতরার উইকেট হারিয়ে ভবানীপুর ৫-১। ক্রিজে অভিষেক রামন এবং কৌশিক ঘোষ।