ভুকৈলাশকে ভূপতিত করে ওয়ানডে অভিযান শুরু ভবানীপুরের


সল্টলেকের ভিডিওকন অ্যাকাডেমির মাঠে সিএবি আয়োজিত ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাব এবং ভুকৈলাশ স্পোর্টিং এবং সেই ম্যাচে ১৯৬ রানে প্রতিপক্ষ দলকে হারিয়ে ম্যাচ জিতে নিল সন্দীপন দাসের ব্রিগেড।
শুরুতে ব্যাট করতে নেমে অভিষেক রমণ ছাড়া আর সেইভাবে কোনো টপ অর্ডার ব্যাটার রান করতে পারেননি ভবানীপুরের। প্রিয়াংশু শ্রীবাস্তব(৪) এবং মহম্মদ আলমগীর(৮) তাড়াতাড়ি ফিরে যাওয়ার পর অভিষেক রমণকে সঙ্গ দিতে আসা অধিনায়ক সন্দীপন দাসের জুটিতে দানা বাঁধতে থাকে ভবানীপুর ইনিংস। রমণ-সন্দীপন ৮৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশীপ করেন এবং হাফসেঞ্চুরি পান রমণ। কিন্তু এরপর অল্প সময়ের মধ্যে অভিষেক রমণ, সন্দীপন দাস আউট হওয়ার পরে ইনিংসের হাল ধরেন ঋত্বিক চ্যাটার্জী।


ব্যক্তিগত কারণের জন্য রনজি ট্রফিতে অংশ নিতে পারেননি ঋত্বিক, কিন্তু আজ তাকে দেখা গেল সম্পূর্ণ পুরোনো মেজাজে খেলে ৫৩ রান যোগ করলেন তিনি। শেষদিকে আমির গনির ৪০ বলে ৫০ রানের সুবাদে স্কোরবোর্ডে নির্ধারিত ৪৩ ওভার শেষে ৩০৪ রানের স্কোর খাড়া করে ভবানীপুর।
জবাবে ব্যাট করতে নেমে তরুণ স্পিনার বলকেশ যাদবের ‘টাইট’ বোলিং একেবারে বোতলবন্দি করে দেয় ভুকৈলাশকে। ঠিক এই সুযোগ কাজে লাগিয়ে তরুণ লেগস্পিনার বিনীত মৌর্য একেবারে বেলাইন করে দেন তাদের। বিনীত মৌর্যর ৫ উইকেট এবং বলকেশ যাদবের ২-৬(৫.৫) বোলিং ফিগার ভবানীপুরকে এনে দেয় কাঙ্খিত জয়।