শুরু হলো বাংলার অনুর্ধ-১৯ ক্যাম্প

বাংলা অনুর্ধ-১৯ দল কোচবিহার ট্রফিতে দুরমুশ করেছে প্রায় সকল প্রতিপক্ষকেই। এরপরে সামনে আসন্ন কোয়ার্টার ফাইনাল এবং সেই ম্যাচে বাংলার প্রতিপক্ষ হরিয়ানা।

তার আগে প্র্যাক্টিস শুরু হলো বাংলার বোলারদের। গতকাল ওয়াই.এম.সি.এ মাঠে বাংলার বোলারদের নিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন বাংলা অনুর্ধ-১৯ দলের হেড কোচ দেবাং গান্ধী, বোলিং কোচ শিবশঙ্কর পাল।

ছবি : সপ্তক

বোলারদের মধ্যে প্র্যাক্টিসে হাজির ছিলেন দেবপ্রতিম হালদার, সুখমিত সিং, ইরফান আয়ুব, প্রিয়াংশু মন্ডল। আজ প্রায় দেড় থেকে দুই ঘন্টা প্র্যাক্টিসের পর খেলোয়াড়রা গেলেন সিএবির জিমে যেখানে শারীরিক কসরৎ করার পর ছুটি হবে ক্যাম্পের।

আজ সকাল ১০:৩০ এ পুনরায় ক্যাম্প আয়োজন করা হয়েছে