নামিবিয়া সফরে সুপ্রদীপ, শ্রেয়ান্স, দেবপ্রতিমরা

আসন্ন পয়লা সেপ্টেম্বর থেকে নামিবিয়ার মাটিতে গ্লোবাল টিটোয়েন্টি লিগ খেলতে চলেছে বাংলা।
সেই মতো আজ ঘোষণা হলো উক্ত সফরের জন্য ২০ জনের দল। এদের মধ্যে ১৬জন হলেন মূল খেলোয়াড় এবং বাকি ৪জন রয়েছেন স্ট্যান্ড বাই।


সফরের জন্য বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ব্যাটার হিসেবে রয়েছেন অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, রণজ্যোৎ সিং খাইরা, শ্রেয়ান্স ঘোষ। উইকেটকিপার হিসেবে রয়েছেন অভিষেক পোড়েল এবং সুপ্রদীপ দেবনাথ। অলরাউন্ডার হিসেবে দলে আছেন করণ লাল, ঋত্বিক চ্যাটার্জী, শাহবাজ আহমেদ। স্পিনার হিসেবে দলে রাখা হয়েছে শ্রেয়ান চক্রবর্তীকে। এছাড়া পেসার হিসেবে যাচ্ছেন ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ, সৌম্যদীপ মন্ডল এবং রবি কুমার। স্ট্যান্ড বাই হিসাবে আছেন ব্যাটার অঙ্কুর পাল, বোলিং অলরাউন্ডার প্রদীপ্ত প্রামাণিক, পেসার দেবপ্রতিম হালদার এবং সিদ্ধার্থ সিং।
দলে চমক বলতে অনেক জুনিয়র খেলোয়াড়ের থাকা যেমন তেমনই অভিষেক দাসের মতো সিনিয়র খেলোয়াড় দলকে বেশ ভরসা যোগাবেন। ক্লাব স্তরে শেষ দুই বছর দারুন পারফরমেন্স করা সুপ্রদীপ দেবনাথ এবং অঙ্কুর পাল যেমন যোগ্যতার মর্যাদা পেয়েছেন তেমনই বোলিংয়ে নতুন মুখ সৌম্যদীপ মন্ডল এবং সিদ্ধার্থ সিংও রয়েছেন।