অ্যাডিলেডে আজ অস্ট্রেলিয়া রোমাঞ্চকর এক লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়েছে ৪ রানে। এতে বিদায় হয়ে গেছে ৪ পয়েন্ট জোগাড় করা শ্রীলঙ্কার। শেষ ম্যাচে তারা ইংল্যান্ডের বিপক্ষে জিতলেও এখন আর লাভ হবে না। যদিও রশিদ খানের অবিশ্বাস্য ইনিংস আফগানদের জয়ের দোরগোড়ায় এনে দাঁড় করিয়ে দিয়েছিল।
অস্ট্রেলিয়া (-০.১৭), নিউজিল্যান্ড (+২.১১) দুই দলেরই এখন সমান ৭ পয়েন্ট। যার অর্থ নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে অসিদের জয়ে। কিন্তু ৭ পয়েন্ট নিয়েও বাদ পড়ার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার।
অ্যাডিলেড ওভালে আজ আফগানিস্তানের বিপক্ষে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল অস্ট্রেলিয়ার। সেমিফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে বড় ব্যবধানে জিততে হতো ডেভিড ওয়ার্নারদের। অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ৪ রানে জিতেছে। জিতেও কিছু লাভ হলো না। আজকের ম্যাচে রান রেটই বাড়াতে পারলো না অস্ট্রেলিয়া।
গ্রুপপর্বে কিউইদের কাছে ৮৯ রানের হারটিই ঝুঁকিতে ফেলে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
আগামীকাল অর্থাৎ শুক্রবার ইংল্যান্ডের শেষ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে শ্রীলঙ্কা জিতলেও কোনো লাভ নেই (৬ পয়েন্ট হবে)। তবে ইংল্যান্ড জিতলে কপাল পুড়বে অসিদের।
কেননা ইংল্যান্ড লঙ্কানদের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৭। অস্ট্রেলিয়ার থেকে রানরেটে বেশ এগিয়ে ইংলিশরা (০.৫৪)। যার অর্থ ইংল্যান্ড জিতলে গ্রুপ থেকে কিউইদের সঙ্গে তারাই সেমিফাইনালে উঠবে।
আজকের ম্যাচে অদ্ভুত একটা কান্ড ঘটে গেল।
অস্ট্রেলিয়া নিজেদের ইনিংসে পুরো ২০ ওভার খেলেনি। ১টি বৈধ ডেলিভারি কম খেলেছে। অর্থাৎ মাঠের দুই আম্পায়ার ৫ বলে একটি ওভার দিয়েছেন! ম্যাচে অন ফিল্ড দায়িত্ব পালন করেন পাকিস্তানের আলিম দার ও জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে। টেলিভিশন আম্পায়ার ছিলেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক।
আফগান পেসার নাভিন–উল–হকের করা ইনিংসের চতুর্থ ওভারে এ ঘটনা ঘটেছে। এই ওভারের চতুর্থ বলে ওয়ার্নার ও মিচেল মার্শ ২ রান নেওয়ার পর ওভার–থ্রোয়ে আরও ১ রান নেন। পরের বলে কোনো রান নিতে পারেননি দুজন।
সংবাদমাধ্যম ‘ফক্স ক্রিকেট’ জানিয়েছে, ম্যাচের অফিশিয়াল কাভারেজের স্কোরবোর্ডে সেই ওভারে একটি বল বেশি গণনা করে লেখা হয়—একটিতে ২ রান এবং আরেকটিতে ৩ রান হয়েছে। আর পরের বলে তো কোনো রানই হয়নি। এখানেই ভুল করেছেন মাঠের আম্পায়াররা।