ঋত্বিক চ্যাটার্জির আইপিএল–‌এ সুযোগ পাওয়া উচিত:‌ অরুণলাল

বাড়িতেই আছেন। থাকবেন আপাতত ১৪ মে পর্যন্ত। এবং তার পর কোমর কষে নেমে পড়বেন রনজি অভিযানের জন্য। তার আগে প্লে-অফ পর্বে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নামার আগে বাংলার কোচ অরুণলাল যাবতীয় পরিকল্পনা সেরে ফেলবেন। বুধবার দুপুরে অরুণলাল যা যা বলে গেলেন, তার নির্যাস এখানে তুলে ধরছি।
অরুণলাল:‌ ঝাড়খণ্ড কিন্তু আগের ঝাড়খণ্ড নেই। ওরাও কিন্তু কোয়ালিফাই করেছে। এবং শেষ ম্যাচে দিল্লির মতো শক্তিশালী দলকে যে ভাবে হারিয়েছে, সেটা যদি আমরা আমাদের টিম মিটিংয়ে আলোচনা করি, তা হলেই বাংলা দল বুঝে যাবে যে, এই ঝাড়খণ্ডকে হারানোর জন্য প্রচুর পরিশ্রম করতে হবে।


অরুণলাল:‌ বাংলার ক্রিকেটাররা আপাতত যে যার নিজের ক্লাবের হয়ে ৩-দিনের ম্যাচ খেলছে। নেট প্র্যাকটিসের চেয়ে ম্যাচ প্র্যাকটিসকে আমি প্রেফার করি। কেউ কেউ অফ-ডে–‌তে জিমনাসিয়ামে যাচ্ছে। ব্যাট–‌বলের সঙ্গে যোগাযোগ আছে, এ খবর তো আমি পাচ্ছি, রাখছি। তবে বেঙ্গালুরু পৌঁছে ফাইনাল টাচ দিতে হবে। এখন থেকে সব ম্যাচেই বাড়তি লড়াই।
অরুণলাল:‌ আকাশদীপ, শাহবাজরা আইপিএল–‌এর শেষে ফিরবে। ক্লান্তি?‌ ৪ ওভার তো বোলিং করতে হয়। তা–‌ও ৩ দিন অন্তর ম্যাচ। বাংলার হয়ে খেলবে যখন, তখন ক্লান্তির কথা আমি তো শুনব না। আমি চাই ঝাড়খণ্ডের বিরুদ্ধে ফুল স্ট্রেংথের দল নিয়ে মাঠে নামতে।
অরুণলাল:‌ মনোজ তিওয়ারির সঙ্গে কথা হয়েছে। মনোজও খেলবে।
অরুণলাল:‌ এখনকার বাংলা দলের মধ্যে ঋত্বিক চ্যাটার্জির ওপর আমার অনেক ভরসা। যারা আইপিএল খেলছে না, এই বাংলা দলের মধ্যে ঋত্বিক কিন্তু আইপিএল খেলার মতো ক্রিকেটার।