ট্রেইলব্লেজার, ভেলোসিটি এবং সুপারনোভা – এই তিনটি দলকে নিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে আগেও। তিনটি দলে যথারীতি বিভক্ত থাকতেন ভারতীয় মহিলা দলের বিভিন্ন তারকা মহিলা ক্রিকেটাররা। এখনও অবধি মোট তিনবার এই টুর্নামেন্ট হয়েছে। ২০১৮ এবং ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছিলো সুপারনোভা দল এবং শেষবার অর্থাৎ ২০২০ সালে চ্যাম্পিয়ন হয় ট্রেইলব্লেজার দল। প্রথমবার মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হলেও পরের দু’বার ম্যাচ হয় জয়পুর ও শারজায়।
গত বছর করোনার বাড়বাড়ন্ত থামিয়ে দেয় এই টুর্নামেন্টকে। তবে এবার আবার ফিরতে চলেছে এই টুর্নামেন্ট। বিসিসিআই থেকে অফিশিয়ালি বলা হয়েছে যে মে মাসের ২৩ তারিখ থেকে ২৮ তারিখ অবধি পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে এই টুর্নামেন্ট হবে এবার সেই নামেরই তিনটি দলকে নিয়ে। ২৩, ২৪ এবং ২৬ তারিখ হবে টুর্নামেন্টের গ্রুপ স্তরের খেলা এবং ২৯ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল।
উল্লেখ্য আইপিএল টুর্নামেন্টের নক-আউট স্তরের খেলা ২৪-২৯ মে অনুষ্ঠিত হবে কলকাতা এবং আহমেদাবাদে।