পুনরুত্থানের সূচনা?

আজ সিএবি প্রথম ডিভিশন লিগে কালীঘাট ক্লাবের হয়ে ঐক্য সম্মিলনীর বিরুদ্ধে ৮ উইকেট নিয়ে নজির গড়লেন অমিত কুইল্যা।

টস জিতে ব্যাট করতে নেমে অমিত কুইল্যার ঝড় বুমেরাং হয়ে ফিরে আসে ঐক্য দলের কাছে। শুরুতেই ওপেনার হর্ষবর্ধন সিংকে তুলে ধাক্কা দেন অমিত এবং পরে অন্য ওপেনার সাহিত্য হাজরা এবং চন্দন সিং একটু রান করলেও ইনিংসের দশম ওভারে চন্দনকে তুলে নেন কুইল্যা এবং তার পরের বলেই স্বপ্নদীপ দেকে তুলে নেন। ওই ওভারে ঠিক দুটি বল খেলার পরে অধিনায়ক সুরজিৎ দাসও ফিরে যান রানের খাতা না খুলেই। এরপর উইকেটরক্ষক জয়বীর (১৩), রণিত ঘোষ (০) এবং বেশ প্রত্যয়ী সন্দীপ যাদব (৫৫ বলে ১৮) ফিরে যান অমিতের দৌলতে। ইনিংসে অন্য দুটি উইকেট নিজেদের মধ্যে ভাগ করে নেন বদুপল্লী অমিত এবং অরিত্র চ্যাটার্জী। ঐক্য সম্মিলনী ৮১ রানে বোতলবন্দী হয়ে যায় মেদিনীপুরের ৬ ফুট লম্বা পেসারের ৮-২৮ বোলিং ফিগারের কাছে।

জবাবে শ্রেয়াংশ ঘোষ (৩৩) এবং রবিকান্ত শুক্লার (৩০) ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ১৯.৪ ওভারে একমাত্র রোহন ব্যানার্জির (১২) উইকেট হারিয়ে ৮৩ রান করে ফেলে কালীঘাট।

অমিত কুইল্যাকে মনে করতে গেলে ফিরে যেতে হবে ছয় বছর আগে অর্থাৎ ২০১৬-১৭ মরশুমে। প্রথম-শ্রেণীর অভিষেকেই প্রথম ইনিংসে মনন ভোহরা, জীবনজ্যোৎ সিং, উদয় কল, গুরকিরাত সিং মানদের উইকেট নিয়ে পূর্ণ করেন পাঁচ উইকেট, এবং দ্বিতীয় ইনিংসে উদয় কল, গুরকিরাত সিং মান এবং সন্দীপ শর্মার উইকেট নিয়ে তোলেন তিন উইকেট।

ওই মরশুমে ৫ ম্যাচে ২১.৬০ গড়ে ২০ উইকেট তোলা সত্ত্বেও আর কখনোই প্রথম-শ্রেণীর ম্যাচ খেলতে পারেননি অমিত কুইল্যা। বর্তমানে বাংলা ছেড়ে চলে গিয়েছেন রেলওয়েজ দলে। সিএবি প্রথম ডিভিশন লিগে (সুপার ডিভিশন খেলছেনা যাঁরা) বর্তমানে সর্বোচ্চ উইকেটশিকারীদের মধ্যে চতুর্থ স্থানে আছেন ১৮ উইকেট নিয়ে এবং তার বোলিং গড় মাত্র ৯.৩৩।

একটি অনবদ্য মরশুমের জন্য অভিনন্দন অমিত কুইল্যাকে।