ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কে খোলা চিঠি এক ক্রিকেটভক্তের

প্রিয় শুভমন ;
গতকালের ৫২ বলে অপরাজিত ১০৪ এর ইনিংসের পর সমাজমাধ্যমে আপনাকে নিয়ে যেরকম মাতামাতি শুরু হয়েছে, কেরিয়ারের প্রারম্ভিক পর্বে বিরাট কোহলিকে নিয়ে তার সিকিভাগও হত কিনা সংশয় রয়েছে।কে কে আর এ থাকাকালীন সময়ে আপনার উত্থানের শুরু এবং যত‌ই বেঙ্কি মাইসোররা আপনাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে আক্ষেপহীন থাকুন না কেন, ঘনিষ্ঠ মহলে কে কে আর ম্যানেজমেন্ট নিজেদের আত্মঘাতী কৃতকর্মে অনুতপ্ত না হলে বুঝতে হবে তাদের ক্রিকেটীয় প্রজ্ঞা অবলুপ্তির পথে।দু বছর আগে কে কে আর এর আই পি এল রানার্স হ‌ওয়ার চমকপ্রদ কাহিনীর নেপথ্যে আপনার অবদান দুগ্ধপোষ্য শিশুর‌ও অজানা থাকার কথা নয়। গড়পড়তা ক্ষেত্রে যে কোন ফ্র্যাঞ্চাইজি‌ই এরকম একজনকে জামাই আদরে রেখে দিতে উদগ্রীব থাকবে।কে কে আর শিবিরের ব্যতিক্রমী পথে হাঁটার দৃষ্টান্ত অবশ্য সাধারণভাবে বিস্ময়কর মনে হ‌ওয়ার কোন যুক্তিগ্রাহ্য কারণ নেই।ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল কে দিয়ে যে পরম্পরার সূচনা, আপনাকে দিয়ে তা শেষ হলে নাইট সমর্থকরা হয়ত অনেক নিশ্চিন্ত বোধ করতেন।

কিন্তু সাম্প্রতিকতম নিদর্শন অজিঙ্কা রাহানে এপিসোডে বোঝা গেল কেকেআর ম্যানেজমেন্ট এর চরিত্র সহজে বদলাবার নয়।নাইট সংসারের মায়া ত্যাগ করে অন্য কূলে যারাই তরী ভিড়িয়েছেন পরবর্তী অধ্যায়ে তাদের ক্রিকেট মহাকাশে নতুন সূর্যোদয় ঘটেছে তবে সেই তালিকায় আপনার শীর্ষস্থান প্রাপ্তি নিয়ে ন‌্যুনতম সন্দেহ নেই। জাতীয় দলের হয়ে কুড়ি কুড়ির ফর্ম্যাট বাদ দিলে আবির্ভাবেই আপনার যেরকম প্রদর্শন,এখন‌ই শচিন তেন্ডুলকর বা বিরাট কোহলির সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে।সেটা করার জন্য এখন‌ই উপযুক্ত সময় কিনা তা নিয়ে বিতর্ক থাকুক কিন্তু চলতি আই পি এল এ আপনার অত্যাশ্চর্য ভেলকিবাজি দেখতে দেখতে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ মহাতারকা হ‌তে পারার প্রভূত সম্ভাবনা আপনার ক্রিকেটীয় সত্তার বিরল রসদ।টানা দুটো আই পি এল সেঞ্চুরির মাপকাঠিতে এই বিচার‌ হয়ত নিরপেক্ষভাবে সম্ভব নয় যে বিরাটের পর বিশ্বক্রিকেটকে নিরবিচ্ছিন্ন অবিসংবাদিত কতৃত্বে আপনিই অদূর ভবিষ্যতে শাসন করবেন কিন্তু বাইশ গজে বোলার সংহারকের ভূমিকায় শক্তি ও শিল্পের অনবদ্য মিশেলে আপনি প্রতিনিয়ত ক্রিকেট অনুরাগীদের মননে যে অপরিসীম প্রভাব বিস্তার করে চলেছেন, আপনার দুই ভূবন বিখ্যাত পূর্বসূরির ক্ষেত্রে কেরিয়ারের এই পর্যায়ে সেটা দেখা গিয়েছিল কিনা প্রশ্ন আছে। ক্রিকেট নিবেদিত প্রাণ ক্রিকেট ঈশ্বর এবং রাজকীয় ঔদ্ধত্যের অতুলনীয় প্রতীক কিং কোহলির হাত থেকে ব্যাটনটা আপাতত যোগ্য লোকের কাছেই হস্তান্তর হচ্ছে বলে মনে হয়। সকাল যদি সারাদিনের সুস্পষ্ট পূর্বাভাস হয়, তবে ভারতীয় ক্রিকেট পাঞ্জাব তনয়ের মধ্যে আগামী দিনের সম্ভাব্য সবচেয়ে চর্চিত তারকাকে খুঁজে পেল এহেন দাবী আদৌ অমূলক কি? ভবিষ্যত‌ই এর উত্তর দেবে।

শুভেচ্ছা সহ —

অনুভব ব্যানার্জী