বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে তার শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত।সেই বেন স্টোকস কে এবারের নিলামে চেন্নাই সুপার কিংস ১৬.২৫ টাকায় কেনার পর ধোনি ভক্তদের আশা ছিল আই পি এল মাতাবেন এই ব্রিটিশ তারকা।বাস্তবে দেখা যাচ্ছে সেই প্রত্যাশা একেবারেই ফলপ্রসূ হয়নি।৩ রা এপ্রিল শেষ আই পি এল ম্যাচ খেলেছেন স্টোকস।তারপর চোটের কারণে বাইরে। মাত্র দুটি ম্যাচ খেলেছেন হলুদ জার্সি গায়ে এবং তার পারফরম্যান্স সাদামাটা বললেও খুব কম বলা হবে।ব্যাট হাতে মাত্র সাত ও আট রান করেছেন।এক ওভার বল করে ১৮ রান দিয়ে কোন উইকেট পাননি।
আগামী শনিবার সি এস কে এর শেষ গ্রুপ ম্যাচ এবং ই এস পি এন ক্রিকেট ইনফোর সূত্রে পাওয়া খবর অনুযায়ী সেই ম্যাচের পরই দেশে ফিরে যাচ্ছেন স্টোকস। গ্রুপের শেষ ম্যাচ তো বটেই ধোনির দল প্লে অফে উঠলেও স্টোকসের আর খেলার কোন সম্ভাবনা নেই। আগামী মাসের ১৬ তারিখ থেকে শুরু হচ্ছে পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজ এবং ইংল্যান্ড টেস্ট অধিনায়ক স্টোকস সেই সিরিজের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার তাগিদে এবারের মত আই পি এল অভিযান শেষ করলেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে কাবু স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক হওয়া ছাড়াও ব্যাটিং ও বোলিং লাইন আপের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য।কাজেই অ্যাসেজের আগে তার সম্পূর্ণ ফিট হয়ে ওঠা একান্তই জরুরি। আগামী ১ লা জুন থেকে আয়ারল্যান্ড এর বিরুদ্ধে অ্যাসেজের প্রস্তুতি হিসেবে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ইংল্যান্ডের।সেই ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠাই এখন প্রাথমিক লক্ষ্য স্টোকসের।