তিনি এবারের আই পি এল আসরে ব্রাত্য। ক্রোড়পতি ফ্র্যাঞাইজি লিগের জাঁকজমক থেকে তিনি আপাতত বহুদূরে। অর্জুনের লক্ষ্যভেদের অধ্যাবসায়কে সম্বল করে তার নিরন্তর ক্রিকেট সাধনা অব্যাহত। তিনি ভারতীয় টেস্ট দলের ক্রাইসিস ম্যান চেতেশ্বর পুজারা।
চলতি আই পি এল এ কোন ফ্র্যাঞ্চাইজিই তার প্রতি ন্যুনতম দাক্ষিণ্য প্রদর্শন করেনি এবং সেটাই ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রের প্রতিনিধিত্বকারীর পক্ষে আশীর্বাদস্বরূপ।আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে পাখির চোখ করে পূজারার কৃচ্ছ্বসাধান প্রক্রিয়া চলছে বিলেতের মাটিতে।সাক্সেসের প্রতিনিধি হিসেবে গত বছরের অসামান্য ব্যাটিং সাফল্যের ফলশ্রুতিতে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর কাউন্টি ক্রিকেটে ফের নিজের দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় মনোসংযোগ করছেন রোহিতদের টেস্ট স্কোয়াডের তিন নম্বর ব্যাটসম্যান।গত বছর পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন,চলতি মরসুমে ইতিমধ্যেই দুটি তিন অঙ্কের ইনিংস খেলে ফেলেছেন। গতবার তার ব্যক্তিগত সাফল্য সত্বেও সাক্সেসের দলগত ব্যর্থতার পরিপ্রেক্ষিতে এবার তার ওপর বাড়তি দায়িত্ব এবং অধিনায়ক পূজারা সেই সম্মান পেয়ে আপ্লুত। কৃতজ্ঞতাস্বরূপ নিজেকে যেন উজাড় করে দিচ্ছেন কাউন্টিতে। সর্বসাকুল্যে সাতটি কাউন্টি সেঞ্চুরির মালিক পূজারা প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৮ তম শতরানের পর বুঝিয়ে দিচ্ছেন তিনি ছন্দে আছেন এবং ৭ ই জুন থেকে শুরু হতে চলা মহারণে অসিদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং লাইনআপ এর প্রধান ভরসা হিসেবে টিম ম্যানেজমেন্ট এর কাছে বিশ্বস্ততা তথা নির্ভরযোগ্যতার প্রতীক। সঙ্কটকালে ত্রাতার ভূমিকায় তার অবিসংবাদিত নৈপুণ্যের গৌরবময় ঐতিহ্যর কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট মহল এক দশক পর প্রথম আই সি ট্রফি জয়ের স্বপ্ন দেখতেই পারে।