আত্মবিশ্বাসী সানি

আই পি এল শেষ হলেই ভারতীয় দলের অগ্নিপরীক্ষা শুরু বিলেতের মাটিতে। আগামী ৭-১১ ই জুন ওভালে বসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর এবং তাতে গতবারের রানার্স আপ দের ফেভারিট বাছার ব্যাপারে দ্বিধাগ্রস্ত নন সুনীল গাভাসকার। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান এর মতে এবারের ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ কাগজে কলমে অত্যন্ত শক্তিশালী।

রোহিত শর্মা ও শুভমন গিল সম্ভাব্য ওপেনিং জুটি।মিডল অর্ডারে চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং আজিঙ্কা রাহানে থাকায় ধারে ভারে ভারতীয় ব্যাটিং প্রতিপক্ষের তুলনায় এগিয়ে বলে অভিমত সানির। প্রথমে ব্যাট করে কোহলিরা বড় রান তুলতে পারলে অষ্ট্রেলিয়া চাপে পড়ে যেতে পারে বলে ধারনা গাভাসকার এর।আই পি এল এর সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।ঐ অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ যিনি কিছুদিন আগেই দাবী করেছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অষ্ট্রেলিয়ার বোলিং লাইন আপ ভারতীয় ব্যাটসম্যানদের ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে যদিও এদিনের অনুষ্ঠানে ফিঞ্চকে প্রকাশ্যে সানির মন্তব্যের বিরোধীতা করতে দেখা যায় নি। নিজের বক্তব্যের স্বপক্ষে গাভাস্কার যুক্তি দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ভারতীয় ব্যাটিং লাইনআপ এর আট নম্বর ব্যাটসম্যান যার টেস্ট সেঞ্চুরি পর্যন্ত আছে।এতেই ভারতীয় ব্যাটিং এর গভীরতা প্রমানিত এবং ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে রোহিত বাহিনী নিজেদের সুনামের প্রতি সুবিচার করতে পারবে বলে আশাবাদী সানি।এখন লক্ষ্যনীয় বিষয় এটাই যে ভারতীয় দল কার্যক্ষেত্রে কিংবদন্তি প্রাক্তন ওপেনারের তাদের প্রতি নিরঙ্কুশ আস্থার মর্যাদা দিতে পারে কিনা।