আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মোহালির আইএস ব্রিন্দা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্স।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই মহম্মদ শামি ও জস লিটলের অসাধারণ বোলিং টু ডাউন করে দেয় পাঞ্জাবকে। ফিরে যান ভালো ফর্মে থাকা পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। এরপর খেলায় পাঞ্জাবকে ফিরিয়ে আনেন অজি ব্যাটার ম্যাথিউ শর্ট। কিন্তু রশিদ খানের একটি রংআন ধরতে না পেরে মাত্র ৩৬ রানে আউট হয়ে যান শর্ট। এরপর ক্রিজে অস্বস্তিতে থাকা ভাণুকা রাজাপক্ষকে সঙ্গ দিতে আসেন উইকেটরক্ষক জিতেশ শর্মা। ভাণুকা ২৬ বলে ২০ রান করে আউট হলেও ভালো গতিতে এগোচ্ছিলেন জিতেশ।
এরপর মোহিত শর্মার একটি বলে হাল্কা পুশ করতে গিয়ে ব্যর্থ হন জিতেশ। একমাত্র ঋদ্ধিমান ছাড়া কেউই ক্যাচের আপিল করেননি। এরপর তাঁর আপিলে হার্দিক পাণ্ড্য রাজি হয়ে রিভিউ নিতেই আল্ট্রাএজে দেখা যায় ব্যাট লেগেছে জিতেশের। এর সঙ্গে সঙ্গেই আইপিএলে নিজের একশতম শিকার সম্পন্ন করেন ঋদ্ধি। এই ১০০ শিকারে ৭৮টি ক্যাচ এবং ২২টি স্টাম্পিং রয়েছে।
শেষদিকে শাহরুখ খানের দুরন্ত হিটিংয়ের জন্য নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৩-৮ স্কোরে পৌঁছয় পাঞ্জাব কিংস।