আনরিচ নোখিয়ের সজোরে আসা বল যখন প্যাডে লেগে একটু দিক পরিবর্তন করে যখন ঋদ্ধিমান সাহার অফস্ট্যাম্প নড়িয়ে দিল তখন একটি নতুন রেকর্ড করে ফেলেছেন তিনি।
আজ শুরুর ওভারে খলিল আহমেদের প্রথম দুটি বল সেইভাবে স্কোরিং শট না খেললেও তৃতীয় বলটিকে অনবদ্য ব্যাকফুট ড্রাইভে কভার-পয়েন্ট দিয়ে চার মেরেছেন ঋদ্ধিমান এবং এর সঙ্গেই আইপিএলে পাওয়ারপ্লেতে ১০০০ রান পূর্ণ করেন ঋদ্ধিমান। এরপরের বলটিতেই ফুল লেংথ থেকে সরাসরি সোজা তুলে একটি বাউন্ডারি মারেন ঋদ্ধি এবং ওভারের শেষ বলে কাউ কর্নার দিয়ে খলিলকে দুরন্ত একটি ছক্কা মারেন পাপালি।
আজ আইপিএলে পাওয়ারপ্লেতে ১০০০ রান পূর্ণ করার সাথে সাথেই আরো একটি উল্লেখযোগ্য ঘটনা হলো বর্তমানে ঋদ্ধির পাওয়ারপ্লে স্ট্রাইক রেট ১৩৪.৬২। এই স্ট্রাইক রেট শুধুমাত্র বীরেন্দ্র সহবাগ(১৪৭) এবং পৃথ্বী সাউ(১৪৪) এর থেকে পেছনে।