আই পি এল এর শুরুতেই নিদারুন দুঃসংবাদ গতবারের চ্যাম্পিয়নদের জন্য। হাঁটুতে গুরুতর চোটের কারণে এবারের মত আই পি এল কে বিদায় জানাতে বাধ্য হলেন কেন উইলিয়ামসন।প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক গতকাল ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করার সময় বাউন্ডারি লাইনে ছয় বাঁচাতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। প্রাথমিকভাবে তার হাঁটুর আঘাত খুব আশঙ্কাজনক বলে মনে হয়নি।কোচ গ্যারি কার্স্টেন আশাপ্রকাশ করেছিলেন উইলিয়ামসন এর দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে।
কিন্তু মেডিকেল রিপোর্ট প্রকাশিত হতেই জানা যাচ্ছে চোট সেরে উঠতে বেশ কয়েকসপ্তাহ সময় লাগতে পারে।কাজেই এবারের আই পি এল এ আর মাঠে নামার সম্ভাবনা কার্যত শেষ উইলিয়ামসন এর কাছে। এবছর নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ এর থেকে উইলিয়ামসনকে ২ কোটি মূল্যে কিনেছিল গুজরাট টাইটানস দলের ব্যাটিং শক্তি বাড়ানোর জন্য। বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানের সম্ভাব্য অনুপস্থিতি এখন কিভাবে পূরণ করা সম্ভব সেই চিন্তা নিশ্চিতভাবেই উদ্বেগে রাখবে গুজরাট টিম ম্যানেজমেন্টকে। এদিন উইলিয়ামসন চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর তার পরিবর্তে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সাই সুদর্শন এর পারফরম্যান্স মোটামুটিভাবে সন্তোষজনক।