প্রাক্তন বঙ্গ স্পিনারের জুনিয়রের কাছে পরাজিত কিংবদন্তী বঙ্গ স্পিনারের অ্যাকাডেমি।
সম্বরণ মেইনল্যাণ্ড অ্যাকাডেমি আয়োজিত সারা বাংলা অনুর্ধ-১৩ টুর্নামেন্টে আজ মুখোমুখি হয়েছিল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব এবং উৎপল চ্যাটার্জী ক্রিকেট অ্যাকাডেমি।
উৎপল চ্যাটার্জী ক্রিকেট অ্যাকাডেমির হয়ে খেলছিলেন উৎপল চ্যাটার্জীর পুত্র সাইরাস চ্যাটার্জী এবং জর্জ টেলিগ্রাফের হয়ে মাঠে নেমেছিলেন সৌরাশিস লাহিড়ীর পুত্র শ্রেয়াংশ লাহিড়ী।
প্রথমে ব্যাট করতে নেমে প্রিয়াংশু প্রামাণিকের দাপুটে ব্যাটিং জর্জ নির্ধারিত ৩৫ ওভারে করে ২৭০/৮। জবাবে উৎপল চ্যাটার্জী ক্রিকেট অ্যাকাডেমি ব্যাট করতে নামলে মাত্র ১০০ রানে ১০ উইকেট হারায় তারা। শ্রেয়াংশ লাহিড়ী ৭ ওভার বল করে ৩টি মেডেনসহ ২১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন।
নিজের অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচের সেরা হন প্রিয়াংশু প্রামাণিক। ১১৩ বলে ১৪৭ রান করেন তিনি।