তৃতীয় টেস্টের জন্য রোহিতের সঙ্গী কে? 

ইন্দোর টেস্ট শুরুর আগের দিন রোহিত শর্মা অনুশীলন করেননি।তবে সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন এখনও টিম ম্যানেজমেন্ট প্রথম একাদশ নির্বাচনের ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। রোহিতের বক্তব্য স্কোয়াডে থাকা প্রত্যেকেই প্রথম একাদশে থাকার যোগ্য।অত‌এব শুভমন না কে এল রাহুল আগামীকাল থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে রোহিতের ওপেনিং সঙ্গী কে হবেন সে সম্পর্কিত ধোঁয়াশা এখনও কাটল না।আজ রোহিতের পরিবর্তে ভারতীয় দলের ফিল্ডিং অনুশীলনে নেতৃত্ব দিতে দেখা গেল বিরাট কোহলিকে। মূলতঃ স্লিপ ক্যাচিং এর অনুশীলন‌ই প্রাধান্য পেল বেশি এবং শুভমন গিলকে যেভাবে বাড়তি তাগিদ নিতে দেখা গেল তাতে রাহুলের পরিবর্তে তার খেলার প্রশ্ন নিয়ে জল্পনা আপাতত বৃদ্ধি পেল বলা যায়।বছর খানেক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ান পার্কে শতরানের পর রাহুলের ব্যাটে যে ধারাবাহিকভাবে রান্যার খরা চলছে তার পরিপ্রেক্ষিতে ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ অধিনায়কের বাদ পড়ার দাবি ক্রমশঃ জোরালো হচ্ছে যদিও টিম ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত তাতে প্রভাবিত নয়। প্রথম দুই টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হ‌ওয়ার পর কোচ দ্রাবিড় এর বক্তব্যে স্পষ্ট রাহুলের প্রতি এখন‌ই তাদের মোহভঙ্গ হচ্ছে না।

“Form is temporary but class is permanent”- সুপ্রাচীন এই ক্রিকেটীয় প্রবাদ আপাতত রাহুলের রক্ষাকবচ।তবে এই টেস্টেও তিনি প্রথম একাদশে থাকলে শুভমন গিলের প্রতি যে অবিচার হবে সেই নিয়ে কোন সন্দেহই নেই। সীমিত ওভারের ক্রিকেটে তার সাম্প্রতিক চমকপ্রদ প্রদর্শনের কথা বাদ দিলেও বিগত বাংলাদেশ সফরেও তার পারফরম্যান্স যথেষ্ঠ উজ্জ্বল।ফর্মে থাকা একজন ব্যাটসম্যানকে না খেলিয়ে কে এল রাহুল এর সুযোগ পাওয়ার ঘটনায় দল পরিচালন সমিতির বিরুদ্ধে ওঠা পক্ষপাতদুষ্ট আচরনের অভিযোগকেও অগ্রাহ্য করার উপায় নেই ।প্রাক্তন ক্রিকেটারদের একাংশ‌ও এই বিষয়ে সরব।তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট তাদের পূর্বঘোষিত অবস্থান পরিবর্তনের দুঃসাহস দেখাতে পারবে কিনা সে সম্পর্কিত জল্পনার অবসান আগামীকাল টসের আগে হচ্ছে না।