শনিবার থেকে তিনদিনের জন্য কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে দিল্লী ক্যাপিটালসের ক্যাম্প। আইপিএলের এই প্রাক-মরশুম ক্যাম্পে যোগ দিয়েছেন পৃথ্বী সাউ থেকে শুরু করে দিল্লী ক্যাপিটালসের অনেক তারকা ক্রিকেটার।
প্রাথমিকভাবে আইপিএল নিলামে দল না পেলেও প্র্যাক্টিস করার সুযোগ পাওয়ার পরে দিল্লী দলের মেন্টর সৌরভ গাঙ্গুলীর নজর কাড়েন বাংলার কিপার-ব্যাটার অভিষেক পোড়েল। সেই সঙ্গে জল্পনা শুরু হয় যে আহত ঋষভ পন্থের জায়গায় হয়তো উইকেটের পিছনে দেখা যাবে স্টাইলিশ হিটার অভিষেককে।
আজ যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে ব্যাট করতে নেমে কিপিং করার সময়ে চোট পেলেন অভিষেক পোড়েল। জানা যায় বল ধরতে গিয়ে বাঁ চোখের নিচে আঘাত লাগে তাঁর।
এই আঘাত লাগার পরে সঙ্গে সঙ্গে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় অভিষেককে। ম্যানেজমেন্ট এর তরফে কিছু জানানো হয়নি তাঁর অবস্থার ব্যাপারে।
ঋষভ পন্থের অনুপস্থিতিতে অভিষেক পোড়েল এবং লাভনীত সিশোদিয়ার মধ্যে কে হবেন প্রথম কিপার, এই নিয়ে আলোচনা তুঙ্গে।