সকাল ৮টা ৫৮ মিনিটে স্বাধীন ভারতের একমাত্র রনজি জয়ী বঙ্গ অধিনায়ক সম্বরণ ব্যানার্জী যখন ইডেন বেল বাজালেন এবং তারপরে একরাশ করতালির মধ্যে ক্রাইজের দিকে এগিয়ে গেলেন অভিমন্যু ঈশ্বরণ এবং অভিজ্ঞ সুমন্ত গুপ্ত, তখনও ভর্তি ইডেন জানতো না আগামী একটি ঘন্টা হতে চলেছে বিভীষিকাপূর্ণ।
অভিমন্যু ঈশ্বরণ(০) প্রথম ওভারেই জয়দেব উনাদকাতের বলে লোপ্পা ক্যাচ তুলে দিলেন স্লিপে, সুমন্ত গুপ্ত(১)চেতন সাকারিয়ার করা একটি গায়ের বলে ক্যাচ দিলেন প্রথম স্লিপে এবং এরপরে ওই ওভারেই ইন্সউইং হওয়া একটি বলে সাকারিয়াকে নিজের অফস্ট্যাম্প দিয়ে আসেন সুদীপ ঘরামি(০)। এরপর কিঞ্চিৎ প্রতিরোধের চেষ্টা করেন মনোজ, অনুষ্টুপ, কিন্তু একটা সময়ে উনাদকাত পরাজিত করেন মনোজকেও(৭)।
বাংলার চলতি সেশনে ইতিবাচক বলার মতো একটাই। শাহবাজ আহমেদ-অভিষেক পোড়েলের মতো স্ট্রোক খেলিয়েদের মাস্ক করতে যখন পাঠানো হলো আকাশ ঘটককে, তখন বেশ স্বভাবসিদ্ধভাবে বেশ ভালো সামলালেন ঘটক। কিন্তু অনুষ্টুপ(১৬) সামান্য ভুলে আউট হলে তারপরে যখন শাহবাজ বেশ স্ট্রোক খেলছেন, তখন পুল করতে গিয়ে কঠিন সময়ে উইকেট দিয়ে এলেন ঘটক(১৭)।
আপাতত লাঞ্চে বাংলা ধুঁকছে ৭৮/৬ স্কোরে। লড়ছেন শাহবাজ আহমেদ(২৬) এবং অভিষেক পোড়েল(৫)।