মার্চ মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট।
কিন্তু কিছু অনিবার্য কারণে ধর্মশালা স্টেডিয়াম পুননির্মাণ হয়েছে এবং ফলস্বরূপ কিছু সমস্যা থেকে গিয়েছে। চলতি ৩রা ফেব্রুয়ারী মাঠ পরিদর্শনে এসেছিলেন বোর্ড আধিকারিকরা। তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন যে পুনরায় মাঠ পরিদর্শনের পরেই তাঁরা সিদ্ধান্ত নেবেন তৃতীয় টেস্ট ধর্মশালায় হওয়া নিয়ে। আউটফিল্ড ও নিকাশী ব্যবস্থা খতিয়ে দেখতে আগ্রহী তাঁরা।
ধর্মশালায় না হলে এই ম্যাচের জন্য যে কয়েকটি মাঠ বেছে নিয়েছে বিসিসিআই তার মধ্যে ভেসে আসছে বিশাখাপত্তনম, রাজকোট, ইন্দোর এবং পুনের নাম।