মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইন্দোরে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলছে বাংলা। প্রথম ইনিংসে অনুষ্টটুপ মজুমদার এবং সুদীপ কুমার ঘরামির সেঞ্চুরিতে ভিত্তি করে ৪৩৮ রানের পাহাড়ে উঠেছিল বাংলা। জবাবে মাত্র ১৭০ রানে ভেঙে পড়ে আদিত্য শ্রীবাস্তব ব্রিগেড।
এরই মধ্যে এক নয়া নজির করলেন অনুষ্টুপ মজুমদার। চলতি ম্যাচ খেলতে নামার আগে বাংলার হয়ে তার রান ছিল ৩৬০৯। প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর সেই সংখ্যা দাঁড়ালো ৩৭২৯। সেই সঙ্গে রুকু ছাপিয়ে গেলেন সৌরভ গাঙ্গুলীকে।
বাংলার হয়ে ৫৪ ইনিংসে ৩৬১৫ রান করেছিলেন সৌরভ এবং ছিলেন দশম সর্বোচ্চ রানসংগ্রাহক। বর্তমানে অনুষ্টুপ এলেন এই লিস্টের দশম স্থানে।
বাংলার হয়ে নিজের ১০০তম ইনিংসে ত্রয়োদশ প্রথম শ্রেণীর সেঞ্চুরি অনুষ্টুপের। বর্তমানে আজকের অপরাজিত ৯ রান নিয়ে তার ট্যালি ৩৭৩৮। আর ৭৩ রান করলেই অম্বর রায়কে ছাপিয়ে যাবেন।
আজ দিনের শেষে ৫৯-২ বাংলা। ৩২৭ রানের লিড নিয়ে বেশ ভালো জায়গায় তাঁরা।