ম্যাচ আপাতত ভারতের পক্ষে ৬০-৪০

কেরিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি বেশ কঠিন পরিস্থিতিতে এল সন্দেহ নেই।বিরাট,সূর্য প্যাভেলিয়নে এমতাবস্থায় জাদেজাকে সঙ্গী করে যেরকম স্থির প্রত্যয়ে এগোচ্ছিলেন বড় ইনিংসের প্রতিশ্রুতি ছিল।কামিন্স এর বিষাক্ত ডেলিভারিতে সে স্বপ্নের সলিল সমাধি হওয়ার পর আপাতত টেল এন্ডাররা তিনশোর বৈতরণী পার করার ব্যাপারে অন্যতম ভরসা।জাদেজাকে এখনও পর্যন্ত বেশ বিশ্বস্ত দেখাচ্ছে কিন্তু এরকম কঠিন উইকেটে অক্ষর পটেল এর পর হাল ধরার মত নিরাপদ কে হতে পারেন? শামি বা সিরাজ নিশ্চয়ই নন। তারমানে এই জুটিটার ওপর ভারতের ইনিংসের স্থায়িত্ব প্রায় ষোল আনা নির্ভরশীল।

আশির কাছাকাছি লিড আপাতত এবং সেটা একশোর গন্ডী অতিক্রম করলেই অষ্ট্রেলিয়া চাপে পড়ে যেতে বাধ্য।রবি শাস্ত্রীর সঙ্গে অন্ততঃ এ ব্যাপারে সহমত পোষণে সমস্যা নেই।রবির মতে যত সময় গড়াবে তত এই উইকেট ব্যাটিং এর পক্ষে দুঃস্বপ্ন হয়ে উঠবে।অতএব চতুর্থ ইনিংসে ব্যাট করতে না চাওয়ার রণকৌশল ভারতীয় শিবিরের দৃষ্টিকোণ থেকে সহজবোধ্য।এখন প্রশ্ন হচ্ছে মোটামুটি কত রানের লিড পেলে নিশ্চিন্তে থাকা যাবে যে আর দ্বিতীয়বার ব্যাট করতে হবে না ভারতকে? আপাতভাবে যেটুকু মনে হচ্ছে শ দুয়েকের লিড যথেষ্ট নিরাপদজনক হিসেবে বিবেচিত হওয়া উচিত। কিন্তু সে সম্ভাবনাকে এই মুহূর্তে খুব বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না। অন্ততপক্ষে দেড়শোর লিড অসিদের ওপর চাপিয়ে দেওয়া গেলে অশ্বিন জাদেজাদের সৌজন্যে ইনিংস জয়ের আশা দুরাশায় পরিনত হওয়ার আশঙ্কা খুব জোরালো কি?