রুরকি থেকে দিল্লি আসার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ঋষভ পন্থ। তাঁর মার্সিডিজ গাড়িটি প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারে এবং পরে তাতে আগুন লেগে যায়। স্থানীয় হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে দেরদুনে স্থানান্তরিত করা হয়েছে।
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে তাঁর মাথা, হাঁটু এবং শিনবোনে চোট আছে। একাধিক ফ্র্যাকচারের সম্ভাবনাও থাকতে পারে বলে প্রাথমিক রিপোর্ট।
সূত্রের খবর অনুযায়ী আজ ভোরবেলা তিনি নিজেই গাড়ি চালিয়ে দিল্লী যাচ্ছিলেন এবং গাড়িতে আগুন লাগার আগে তিনি জানলার কাঁচ ভেঙে বাইরে আসতে সক্ষম হন।