উইলিয়ামসনের রেকর্ডের দিনে চাপে পাকিস্তানই


৮ টেস্ট, ২৩৩ রান, ১৫.৩৩ গড়, ৪৮ সর্বোচ্চ। ২০১৯ সালের পর থেকে দেশের বাইরে টেস্টে কেইন উইলিয়ামসনের পারফরম্যান্সটা ছিল এমন। বোঝাই যাচ্ছে, সদ্য প্রাক্তন কিউই টেস্ট অধিনায়কের পারফরম্যান্স নিয়ে যে কানাঘুষা চলছিল তা একেবারেই অমূলক নয়।

তবে সব আলোচনাটা আপাতত বন্ধ রাখতে হচ্ছে। কারণ, করাচি টেস্টের আগের ৮ ম্যাচ মিলিয়ে যত রান করেছিলেন, তাঁর প্রায় সমান রান করে ফেললেন এই ইনিংসেই। পাকিস্তানের বিপক্ষে রেকর্ড-গড়া ডাবল সেঞ্চুরি করেছেন উইলিয়ামসন।

তাঁর অপরাজিত ২০০ রানের ইনিংস, টম ল্যাথামের ৯২ ও ইশ সোধির ৬৫ রানে ভর করে ৯ উইকেটে ৬১২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৭৪ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামা পাকিস্তান শেষ বিকেলে হারিয়ে ফেলেছে ২ উইকেট, দ্বিতীয় ইনিংসে তারা এখনো পিছিয়ে ৯৭ রানে।

এমন উইকেটে কাজটা অবশ্য সহজ হওয়ার কথা নয়, তবে এক দিন বাকি থাকতে এ টেস্টে ফেবারিট বলতে হচ্ছে নিউজিল্যান্ডকেই। একটা বড় জুটিই পাকিস্তানের জন্য যথেষ্ট হতে পারে ম্যাচ বাঁচাতে।