নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের জন্য ছিটকে গেছেন। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দায়িত্ব সামলাবেন কে তা নিয়ে ছিল গুঞ্জন। অবশেষে সিরিজ শুরুর দুই দিন আগে নতুন অধিনায়ক লিটন দাসের নাম জানাল বিসিবি। শুক্রবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। এবার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই সংস্করণের অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন লিটন।
পাশাপাশি টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবেও রয়েছেন লিটন দাস।
ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ চলাকালে কুঁচকিতে চোট পান তামিম ইকবাল। চোটের অবস্থা বুঝতে তামিমের হাঁটুর স্ক্যান করানো হয়েছিল। এরপর তাকে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে পাঠানো হয়েছে।
তামিমের আগে চোটে পড়ে প্রথম ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদও। এমনকী ছিটকে যেতে পারেন গোটা সিরিজ থেকেই। পিঠের ব্যথার সঙ্গে অনেক দিন থেকেই লড়ছেন তাসকিন। ৫০ ওভারের ফরম্যাটে হওয়া বিসিএলে শুধু প্রথম রাউন্ডে খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই সদস্য। এরপর কিছুদিন থেকেই আছেন বিশ্রামে। মাঝে শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং করেন তিনি।
৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। ৭ ডিসেম্বর হবে দ্বিতীয় ওয়ানডে। আর ১০ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ (প্রথম ম্যাচে নেই), হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন ও নুরুল হাসান সোহান।