আলোকস্বল্পতার জন্য খেলা হলো মাত্র ৭৫ ওভার। তাতেই প্রথম টেস্টের প্রথম দিনে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়া হয়ে গেল । অভাবনীয় হিটিংয়ে প্রথম দিনই ইংল্যান্ড তুলে ফেলেছে ৪ উইকেটে ৫০৬ রান! ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম টেস্টের প্রথম দিনে কোনো দল তুলল ৫০০ রান, সেটিও ১৫ ওভার খেলা বাকি থাকতেই! এর আগে টেস্টের প্রথম দিন সর্বোচ্চ রান উঠেছিল ১৯১০-১১ মরসুমে, সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তুলেছিল অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের প্রথম ৫ ব্যাটসম্যানের চারজনই আজ পেয়েছেন সেঞ্চুরির দেখা। জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপের পর তিন অঙ্ক ছুঁয়েছেন হ্যারি ব্রুক। এ চার জনের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেট ডাকেটের—৯৭.২৭।
অথচ রাওয়ালপিন্ডিতে এ টেস্ট শুরু নিয়ে ছিল সংশয়। ইংল্যান্ড ক্যাম্পে ছড়িয়ে পড়েছিল ভাইরাস, টেস্ট ২৪ ঘণ্টা দেরিতে শুরু করার কথাও শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ঠিক সময়েই শুরু হয় খেলা, এক বেন ফোকস ছাড়া আগেই ঘোষিত ইংল্যান্ড একাদশে আর কোনো পরিবর্তনও আনতে হয়নি। ফ্ল্যাট উইকেটে ব্যাটিং নিতে ভুল করেননি স্টোকস। পাকিস্তান দলে অভিষেক হয়েছে চারজনের, এর মধ্যে তিনজনই বোলার।
তবে ফ্ল্যাট উইকেট, প্রতিপক্ষ দলে অনভিজ্ঞ বোলিং লাইন আপ। তবে দিনশেষে হার্শা ভোগলের টুইটটাই বলে দেয় সব, ‘যে কারণই থাকুক না কেন, ৫০৬ রানকে দুর্দান্ত বলতে হবে।’