কী কী উপায়ে বিজয় হাজারের নকআউটে যেতে পারে বাংলা?


ঝাড়খন্ড স্টেডিয়ামে আজ যখন অভিষেক পোড়েলের স্থিতধী অর্ধশতক, আকাশ ঘটকের কৃপণ বোলিং এবং সবশেষে মনোজ তিওয়ারির অসাধারণ বোলিংয়ে রেলওয়েজকে হারিয়ে পাঁচ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে এলো বাংলা, তখন অপরদিকে মেকোন মাঠে মিজোরামকে প্রায় পর্যুদস্ত করে সাত উইকেটে জয় তুলে নিয়ে বিজয় হাজারে ট্রফির নকআউটে যাওয়ার রাস্তা জিইয়ে রাখলো আজিঙ্ক রাহানের মুম্বাই।


বর্তমান চিত্র অনুযায়ী নকআউটে ওঠা পাকা মহারাষ্ট্রর। বাংলা পাঁচ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে দাঁড়িয়ে আছে এবং সমসংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট দুই নম্বরে থাকা রেলওয়েজ দলের। উল্টোদিকে চার ম্যাচ খেলার পরে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বাই। এখন বাংলার নকআউট স্তরে যাওয়ার রাস্তা এইরূপ-
১) সার্ভিসেস ম্যাচ হয়ে দাঁড়ালো “মাস্ট উইন”।
২) সার্ভিসেস ম্যাচ জিতলেও বাংলাকে তাকিয়ে থাকতে হবে মুম্বাইয়ের দিকে। যদি রেলওয়েজ বা পন্ডিচেরির বিরুদ্ধে কোনো একটি ম্যাচ হারে মুম্বাই, তবে সরাসরি নকআউটে বাংলা।
৩) যদি সার্ভিসেস ম্যাচে পরাস্ত হয় বাংলা, তবে মুম্বাই দুটি ম্যাচ হারলে তাহলেও নকআউট খেলবে না বাংলা। রেলওয়েজ মুম্বাইকে হারিয়ে ১৬ পয়েন্টে হবে দ্বিতীয়।
৪) রেলওয়েজ এবং বাংলার পয়েন্ট সমান হলে তবে রেলওয়েজকে ছাপিয়ে নকআউট খেলবে বাংলা, কারণ হেড টু হেডে জিতেছে বাংলা।
আগামী ২১ তারিখ সার্ভিসেস ম্যাচ লক্ষীরতন-অভিমন্যুর বাংলার কাছে কার্যত হয়ে দাঁড়ালো নকআউট।।