সিডনিতে চূড়ান্ত অব্যাবস্থার শিকার রোহিত-বিরাটরা।


আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে সিডনিতে ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে আজ সিডনিতে মঙ্গলবার প্র্যাক্টিস ছিল ভারতীয় দলের।
আজ প্র্যাক্টিস শেষে সিডনিতেই স্নানপর্ব সেরে নেন ভারতীয় দলের খেলোয়াড়রা। এরপর আইসিসির ব্যবস্থা করা খাবার খেতে ফুড লাউঞ্জে যেতেই ভারতীয় দলের ক্রিকেটাররা পড়েন ফাঁপড়ে।
সেখানে তাদের জন্য রাখা ছিল ফালাফেল, বিভিন্ন ফল এবং অনেক উপকরণ যা দিয়ে ক্রিকেটারদের নিজেদের স্যান্ডউইচ নিজেদের বানিয়ে নিতে বলা হয়। এছাড়াও খাবারের পরিমাণকে ঠান্ডা এবং অপর্যাপ্ত বলা হয় ভারতীয় ম্যানেজমেন্টের তরফে। এছাড়াও খাবারের জন্য রাখা মাংসের টুকরো মুখে দিয়ে ক্রিকেটাররা রান্নায় বাড়তি ঝাল থাকার অভিযোগ করেন।


ফলত আজকের অপশনাল প্র্যাক্টিসের পর কোনোরকম খাবার না মুখে তুলেই ৪২ কিমি দূরের টিম হোটেলে ফিরে এসে লাঞ্চ সারে ভারতীয় দল।
ভারতীয় দলের এক সদস্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন “খাবার একেবারেই আশানুরূপ ছিলনা। আমরা প্র্যাক্টিসের পর একটুও খাবার খেতে পারিনি।”
আইসিসির তরফে এই অব্যাবস্থা চূড়ান্ত হতাশ করেছে ভারতীয় ম্যানেজমেন্টকে।