হারের বৃত্তে থাকা বাংলাদেশের জন্য স্বস্তির জয়ের সঙ্গে আরেকটি আক্ষেপ ফুরোল। সেই ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ৬টি আসর হয়ে গেলেও মূল পর্বে আর একটি জয়ও ধরা দেয়নি। এবার সেই অপেক্ষার অবসান হয়েছে।
সোমবার নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। টিম টাইগারদের দেয়া ১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ডাচরা অলআউট হয়ে গেছে ১৩৫ রানে।
একের পর এক হারে কিছুটা ব্যাকফুটে থেকেই বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। দলের আত্মবিশ্বাস এমন তলানিতে ছিল, নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিয়েও শঙ্কা ছিল। তবে টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পর দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে অবশেষে অধরা জয় পেল সাকিবের দল।
যদিও ম্যাচ জুড়েই সাকিবদের পরীক্ষা নিয়েছে গ্রুপপর্বে দুর্দান্ত খেলা নেদারল্যান্ডস। বল হাতে বাংলাদেশকে নাগালের মধ্যেই রেখেছিল বাস ডি লিডরা। তবে ব্যাট হাতে শুরুতে খেই হারিয়ে ফেলে এডওয়ার্ডসের দল। তবে অ্যাকারম্যানের অনবদ্য ব্যাটিংয়ে কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।