গতবছর খুব ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি নেতাজী সুভাষ ইনস্টিটিউট। অবনমনের লড়াইয়ে সেমিফাইনালে জিতে আবার মূলপর্বে ফিরে আসে তারা।
তবে এইবার নেতাজী সুভাষ ইনস্টিটিউট দল খাতায় কলমে বেশ শক্তিশালী। প্রায় পাঁচ বছরেরও বেশী সময় পরে দলে ফিরে এলেন ময়দানের অন্যতম দুই বড়ো ব্যাটার অনুপ সমাদ্দার এবং পঙ্কজ সাউ। দুজনেই বিগত বছর ছিলেন ইস্টার্ন রেল দলে। হঠাৎ এই পরিবর্তন কেন? পঙ্কজ সাউ বললেন ” নতুন টিমে এলাম কারণ বাধ্য হলাম। কিছু কারণ ছিল। আমাকে নিয়ে কিছু অপব্যবহার হয়েছে তাই আমি আসতে বাধ্য হয়েছি।” অনুপ সমাদ্দার বললেন ” কারণ কিছুইনা। কিছু ভুল বোঝাবুঝি আছে। এতদিন সন্মান নিয়ে খেলছি সেটা কোথাও পাচ্ছিলাম না।
খেলাটাই আসল। খেলাটা যাতে খুব ভালোভাবে খেলতে পারি, খেলা নিয়েই ভাবি, অন্য কিছুতে ঢুকতে চাইনা। তাই এই ক্লাবে ফিরলাম।”
গত বছর অনুপের একটু যেন ছন্দহীন গিয়েছিল। তবে সেইসব নিয়ে একেবারেই ভাবছেন না অনুপ। অনুপের বক্তব্য “১০ বছরের মধ্যে ৯ বছর ভালো গিয়েছে এবং ১টা খারাপ বছর গেল। সেটার রিকভারি আমি শুরু করে দিয়েছি।” অপরদিকে পঙ্কজ সাউ নিজের পারফরমেন্স নিয়ে যথেষ্ট আশাবাদী। পঙ্কজ বলছেন “প্রতি বছর আমি একটা লক্ষ্য রাখি যে এতো রান করবো এবং সেটা পূরণ করার চেষ্টা করবো।”
উল্টোদিকে টিমের দীর্ঘদিনের সদস্য অম্বরীশ মিত্র টিম ভালো করে তৈরী করতে পেরে বেশ উৎফুল্ল এবং তিনি বলছেন “গত পাঁচ বছর ধরে রেলেগেশন খেলছি তাই এবার চেষ্টা করেছি একটু ভালো টিম তৈরী করার। আশা করছি এবার ভালো খেলবো।” তিনি নেতাজী দলের ব্যাটিং সম্পর্কে বলেন “একটা টিমে দীপাঞ্জন মুখার্জী-অনুপ সমাদ্দার-পঙ্কজ সাউ কিন্তু যথেষ্ট ম্যাটার করে।” তিনি আরো বলেছেন “বোলিংয়ের জন্য আমরা সৈফকে এনেছি এবং যে আগেরবার পাঁচ উইকেট নিয়ে আমাদের বাঁচিয়েছিল সেই ছেলেটাও আছে। সুতরাং বোলিং ভালোই হয়েছে।”
গত বছর দলের অধিনায়ক ছিলেন দীপাঞ্জন মুখার্জী। দীপাঞ্জন বলছেন “দলে অনেক অলরাউন্ডার আছে এবং দুজন পেসার যুক্ত হয়েছে। এছাড়াও সৈফ আছে, ও আমাদের বাঁহাতি স্পিনের লিডার। দেখা যাক কেমন হয়।” নিজের পারফরমেন্স নিয়েও আশাবাদী দীপাঞ্জন বললেন “এই বছর আমার লক্ষ্য সিএবির সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া। আমার রান টিমের কাজে লেগে যাতে আমরা ওপরে উঠতে পারি সেই চেষ্টাই করবো।”
দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মাইকেল বেহেরা দল সম্পর্কে বলেন “এই বছর আমরা চ্যাম্পিয়নশিপে ভালো খেলার চেষ্টা করবো।”
অম্বরীশ মিত্র-অরিজিৎ ব্যানার্জী-দীপাঞ্জন মুখার্জী-অনুপ সমাদ্দার-পঙ্কজ সাউ-সৈফ- ইপু সাহা-পুলক সাহা এবং কোচ উপল মুখার্জীর উপস্থিতিতে নেতাজী সুভাষ ইনস্টিটিউট এইবার যে ভালো খেলবে এমন আশা করাই যায়।