এবার মুখ খুললেন শচীন তেন্ডুলকার

এশিয়া কাপে পরপর দুই ম্যাচ হেরে ভারতীয় দল যখন খাদ্যের কিনারায় ঠিক তখনই অর্শদীপ কাণ্ডে মুখ খুললেন শচীন তেন্ডুলকার। 

তাঁর টুইটার বার্তায় তিনি লিখলেন, ‘প্রতিটা খেলোয়াড় যাঁরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, সবসময়ই তাঁদের সেরাটা দেন এবং দেশের হয়েই খেলেন। তাঁদের প্রতি ধারাবাহিক সমর্থন থাকা প্রয়োজন। খেলায় কখনও কেউ জিতবে, কেউ হারবে।’ সেই সঙ্গে ক্রিকেট সহ সমস্ত খেলাকে ব্যক্তিগত আক্রমনের বাইরে রাখার আর্জিও জানিয়েছেন। সবশেষে অর্শদীপকে শুভেচ্ছা জানিয়ে আরও পরিশ্রম করে যেতে বলেছেন।

প্রসঙ্গত পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের প্রায় শেষ দিকে একটি সহজ ক্যাচ ফেলায় অর্শদীপকে খলনায়ক বানিয়ে জঘন্যভাবে আক্রমন করা হয়।