নাইটদের কোচ হলেন চন্দ্রকান্ত পন্ডিত

কলকাতা নাইটরাইডার্সের নতুন কোচ হলেন চন্দ্রকান্ত পন্ডিত। ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের কোচ হওয়ার পরেই নতুন কোচের প্রয়োজন ছিল নাইটদের। আজ তাঁরা পন্ডিতকে নতুন কোচ হিসেবে বেছে নিলেন।

নতুন কোচ নির্বাচিত হয়ে পন্ডিত জানিয়েছেন যে তিনি যথেষ্ট সম্মানিত বোধ করছেন এই দায়িত্ব পেয়ে। অন্য দিকে দলের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, ‘ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে ওনার সাফল্যের কথা সবাই জানেন। আমরা ওঁর এবং শ্রেয়স আইয়ারের জুটি সম্পর্কে যথেষ্ট আশাবাদী।

প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার এর আগে কোচ হিসেবে বিদর্ভকে দুবার এবং মধ্যপ্রদেশকে একবার রনজি চ্যাম্পিয়ন করেছেন। এখন দেখার এই সফল রনজি কোচের হাত ধরে নাইটদের ঘরে তৃতীয়বারের জন্য আইপিএল আসে কিনা!