প্রত্যাশা মতোই পরিবর্তন হলো তৃতীয় টি২০ ম্যাচের সময়। সঠিক সময়ে ক্রিকেটারদের লাগেজ এসে না পৌঁছনয় সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয় প্রায় তিন ঘণ্টারও বেশি দেরিতে। ফলে নির্ধারিত ২০ ওভার খেলা হওয়ায় ম্যাচ শেষ হতে অনেক দেরি হয়। এই অবস্থায় মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচে নির্ধারিত সময়ে শুরু হলে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম পাবেন না। এই কথা মাথায় রেখে আজকের ম্যাচের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবারের ম্যাচ স্থানীয় সময় দুপুর ১২টা অর্থাৎ ভারতীয় সময়ে রাত সাড়ে ন’টায় শুরু হবে।
পাঁচ ম্যাচের সিরিজে শেষ দুটি ম্যাচ নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারপর গতকাল ওয়েস্ট ইন্ডিজ জেতার ফলে সিরিজ এখন ১-১ অবস্থায়। এই অবস্থায় আজকের ম্যাচ স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ন হয়ে উঠেছে।