ঋদ্ধিকে বঙ্গভূষণ পুরস্কার


আসন্ন ২৫ জুলাই নজরুল মঞ্চে বাংলা দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটার এবং বর্তমানে ত্রিপুরা দলের অধিনায়ক ও মেন্টর ঋদ্ধিমান সাহাকে বঙ্গভূষণ পুরস্কারে ভুষিত করতে চলেছে রাজ্য সরকার।


বাংলা থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় ও পঙ্কজ রায়ের পরে তৃতীয় সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলেছেন শিলিগুড়ির পাপালি। তার খেলা ৪০টি টেস্টে তার সংগ্রহ ১৩৫৩ রান এবং ব্যাটিং গড় প্রায় ৩০। রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন সেঞ্চুরি, এছাড়াও ওয়েস্টইন্ডিজের সাথে কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করেছেন এবং অপর সেঞ্চুরিটি ছিল বাংলাদেশের বিরুদ্ধে। ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে একটি টেস্টের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে জিতেছিলেন নিজের কেরিয়ারে আন্তর্জাতিক স্তরে একমাত্র ম্যাচের সেরার পুরস্কার।


এছাড়াও আইপিএল ফাইনালে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার তিনিই। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১১৪ রান করেন। উল্লেখ্য গুজরাট টাইটান্স দলের এই মরশুমে আইপিএল জেতার অন্যতম কারণ ছিলেন ঋদ্ধিমান।
বাংলার হয়ে ৫২টি রঞ্জি ট্রফি ম্যাচে প্রায় ৫০ গড়ে রান করেছেন ঋদ্ধিমান। বাংলা যে বছর বিজয় হাজারে ট্রফি জেতে সেই বছর সাতটা ইনিংসের মধ্যে ছয়টি হাফসেঞ্চুরি ছিল সাহার। ইরানি ট্রফির ফাইনালে চতুর্থ ইনিংসে করেছিলেন ডাবল সেঞ্চুরি।
সদ্য এক সিএবি কর্তার কথায় অপমানিত হয়ে বাংলা ছেড়েছিলেন ঋদ্ধি। আজ তার এন. ও. সি নেওয়ার একমাসের মধ্যেই রাজ্য সরকার পুরস্কৃত করলো তাঁকে।