বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে স্বর্নপদকই ভারতীয় দলের একমাত্র লক্ষ্য বলে জানালেন দলের সহঅধিনায়িকা স্মৃতি মান্ধানা।
বিসিসিআইকে দেওয়া আজ এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন যে অলিম্পিক, কমনওয়েলথ গেমসের মতো প্রতিযোগিতা গুলোতে চ্যাম্পিয়ন হতে পারলে জাতীয় সঙ্গীত বাজানো এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যে পরিবেশ তৈরি হয়, সেটা রীতিমত রোমহর্ষক। যেমন হয়েছিল নীরজ চোপড়া অলিম্পিকে সোনা পাওয়ার পরে। তাই পদকের জন্য শুধু পোডিয়ামে ওঠা নয়, সোনার পদকই তাঁদের একমাত্র লক্ষ্য।
প্রসঙ্গত এবারই মহিলা ক্রিকেটকে কমনওয়েলথ গেমসের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ২৮শে জুলাই থেকে শুরু হতে চলা এই প্রতিযোগীতায় গ্ৰুপ পর্যায়ে অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং বার্বাডোজের বিরুদ্ধে খেলতে হবে।