এ আর কী এমন ঘটনা! এ তো আকছার ঘটে থাকে। এক তারকার সাফল্যের ছটায় ঢাকা পরে যায় আর একজন তারকার সাফল্য। এর আগে শচীন সৌরভ দ্রাবিড়রা খেলার সময় এমন তো প্রচুর হয়েছে। কিন্তু এখানে ঘটছে উলটপুরাণ। কোহলির ব্যর্থতার ছায়ায় ঢাকা পড়ে যাচ্ছে রোহিতের ব্যর্থতা।
হ্যাঁ, এটা ঠিক যে বিরাটের ব্যর্থতা অনেক দীর্ঘমেয়াদি, এই সময়ের মধ্যে রোহিত অনেক রান, শতরানও করেছেন কিন্তু সার্বিকভাবে তার পারফরম্যান্স কোন ভাবেই রোহিত সুলভ নয়। শেষ প্রায় সতেরো মাসে টেস্টে এসেছে মাত্র একটা শতরান, গত দুই ক্যালেন্ডার বছরে ওয়ানডে ক্রিকেটে গড় তিরিশের সামান্য বেশী। অথচ তার আগের ছয় সাত বছরে এই ফরম্যাটে বার্ষিক গড় কখনোই পঞ্চাশের নীচে নামেনি। টি২০তে গতবছরের পারফরম্যান্স তাও ভদ্রস্থ হলেও এইবছর পুরো ব্যর্থ। অথচ মিডিয়া, বিশেষজ্ঞ, নেটিজন, সমর্থক – কারও রাতে ঘুম হচ্ছে না বিরাট রান পাচ্ছেন না বলে, রোহিতের বিষয়ে কোন এক অজ্ঞাত কারণে সবাই প্রায় চুপ। রোহিত, ফর্মে ফেরার জন্য বাড়তি কোন চেষ্টা আপনি করছেন কি?
আরও বড় আলোচনা বিরাটের বিশ্রাম এবং চোট নিয়ে। প্রয়াশই তাঁকে পাওয়া যাচ্ছে না। কিন্তু রোহিতের চিত্রটাই বা কী? গত ইংল্যান্ড সফরের পর ভারতের খেলা আট-টা টেস্টের মধ্যে রোহিত খেলেছেন মাত্র দুটো টেস্ট! তিনটে ফরম্যাটে তিনি দলের অধিনায়ক। অথচ তিনি অধিনায়ক হয়ে এক বছর পূর্ণ করার আগেই অন্তত আরও তিনজন অধিনায়কত্ব করে ফেললেন। নব্বইয়ের দশকে সইদ আনোয়ার ৭০/৭৫ পেরোলেই যেমন পাকিস্তান ড্রেসিংরুমে রানার হিসেবে নামার জন্য একজন প্যাড পরে প্রস্তুত হয়ে যেতেন! তেমনই যেন রোহিতকে আগামী সিরিজের জন্য অধিনায়ক ঘোষণা করার সঙ্গে সঙ্গে দলের সহঅধিনায়ক, অধিনায়কত্ব করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন! কখনও চোট, কখনও বিশ্রাম।
দুই মহাতারকার এই ইংলিশ আবহাওয়া সুলভ কার্যকলাপের ফলে সবচেয়ে বেশী সমস্যায় পড়ছে সূর্য, শ্রেয়স, হুডা, মায়াঙ্ক দের মতো তরুণরা। তারা নিরবিচ্ছিন্ন ভাবে পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। যেটা তাদের কেরিয়ারের এই পর্যায়ে ভীষণভাবে প্রয়োজন। একজন ফর্ম সমস্যায় (সঙ্গে বিশ্রাম ম্যানিয়া) ভুগছেন তো একজন ফর্ম এবং ফিটনেস দুই সমস্যায় ভুগছেন। অতিরিক্ত ক্রিকেটের দোহাই দিয়ে কোনভাবেই এই ফিটনেস সমস্যাকে লঘু করা যাবে না। একটা পুরো বছরে ২৫টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এটা অতিরিক্ত ক্রিকেট? এরকম বহু বছর গেছে অতীতে যেখানে বছরে শুধু ওডিআই খেলেছে ভারত তিরিশটার বেশী। কিন্তু তা সত্ত্বেও বোর্ডের সর্বোচ্চ তত্বাবধানে থেকেও পরপর তিনটে সিরিজে সুস্থ রোহিতকে পাওয়া যাচ্ছে না। এর দায় কার? অনেকগুলো নাম মনে আসছে কিন্তু।
রোহিত শর্মা, সেসব যাই হোক, শুধু একটা জিনিস আপনার মনে রাখা উচিত, বিরাটের দুটো খুব ভালো ইনিংস কিন্তু এই প্রবল সমালোচনার ঢেউয়ের অভিমুখ আপনার দিকে ঘুরিয়ে দেবে। বিরাট ঘরে-বাইরে সমালোচনার যে চাপ সহ্য করছেন তার তার কানাকড়িও আপনাকে এখনও সহ্য করতে হয়নি আর এর মধ্যেই যদি আপনি রানে ফিরে আসেন, এই বাড়তি চাপটা (স্বীকার করুন বা নাই করুন) আপনাকে সহ্য করতে হবে না। আর আপনার চেয়ে এটা কে ভাল জানে যে পরপর দুটো ভাল ইনিংস বিরাটের ব্যাট থেকে কিন্তু যেকোন সময়ে আসতে পারে। অবশ্য এই কথাটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য।