ক্রিকেটে পর পর তিন বলে উইকেট পেলে তাকে বলা হয় হ্যাটট্রিক। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের ইতিহাস অনেক রয়েছে। এমনকি রয়েছে চার বলে চার উইকেট নেওয়ার ঘটনা। তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক আরও বিরল। মাত্র চার ওভার বল করার সুযোগ পায় একজন বোলার। তবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের হ্যাটট্রিক করতে লাগেনি এক ওভারও। প্রথম ৫ বল করেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের ৩১ বছর বয়সী অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল মাত্র কয়দিন আগেই ব্যাট হাতে হয়েছিলেন দলের জয়ের নায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে কঠিন হয়ে ওঠা খেলা বের করে এনেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি করে। বুধবার (২০ জুলাই) বল হাতেও দেখালেন ভেলকি।
বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৫ বল করে ৫ রান দিয়েই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন নিউজিল্যান্ডের অফ স্পিনিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। ১৪তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনি আউট করেন মার্ক আডায়ার, ব্যারি ম্যাককার্থি ও ক্রেগ ইয়ংকে।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করা তৃতীয় বোলার ব্রেসওয়েল। প্রথম নিউজিল্যান্ডার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন পেস বোলিং অলরাউন্ডার জ্যাকব ওরাম। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি হ্যাটট্রিক করেন। এরপর ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।